আনন্দ সংবাদ সংবাদ সংবাদ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় :-জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা

0
52

আনন্দ সংবাদ সংবাদ সংবাদ মাননীয়া মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের
অনুপ্রেরণায় ও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের পরিকল্পনায় ও ব্যবস্থাপনায় :-জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি
দক্ষিণ দিনাজপুর জেলা
৪র্থ আয়ুষ মেলা) অনুষ্ঠিত হচ্ছে আগামী ১০ই জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি২০২৬।
স্থান,কারবালা ময়দান, তপন, দক্ষিণ দিনাজপুর। আয়ুস মেলার উদ্বোধন করবেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে মন্ত্রী ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
দক্ষিণ দিনাজপুর জেলা
৪র্থ আয়ুষ মেলা
উদ্বোধনী অনুষ্ঠানের দিন রয়েছে শোভাযাত্রা – ১০ই জানুয়ারি, ২০২৬, সকাল ১১টা।১০ই জানুয়ারি, ২০২৬, বেলা ১২টায় স্বেচ্ছায় রক্তদান শিবির।
১২ই জানুয়ারি, ২০২৬
(বেলা ১২টা – ৪টা)
বিনামূল্যে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির।১০ – ১২ই জানুয়ারি, ২০২৬(বেলা ১১টা – ৪টা)
ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ সম্পর্কে আলোচনা, প্রদর্শনী ও বিতরণ।১০ – ১২ই জানুয়ারি, ২০২৬(বেলা ১২টা – ৪টা)।সর্বসাধারণের জন্য যোগ প্রদর্শনী ও যোগাসন
১০ – ১২ই জানুয়ারি, ২০২৬
(বেলা ১২টা – ৪টা)।
বিনামূল্যে থ্যালাসেমিয়া, ব্লাড সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষা শিবির।১০ – ১২ই জানুয়ারি, ২০২৬(বেলা ১২টা – ৪টা)
আয়ুষ চিকিৎসা সংক্রান্ত আলোচনা সভা ১০ – ১২ই জানুয়ারি, ২০২৬।(বেলা ১২টা – ৪টা)আঁকন প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রীদের জন্য)১১ই জানুয়ারি, ২০২৬
(বেলা ১১টা থেকে)
স্পট কুইজ প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী ও সর্বসাধারণের জন্য)১১ই জানুয়ারি, ২০২৬
(বেলা ১টা)।
আয়ুষিক রন্ধন প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রীদের জন্য)
১১ই জানুয়ারি, ২০২৬
(বেলা ৩টা – ৪টা)
যোগাসন প্রতিযোগিতা
১২ই জানুয়ারি, ২০২৬
(বেলা ১১টা থেকে ৪টা)
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
১২ই জানুয়ারি, ২০২৬
(বিকাল ৪টা – ৫টা)
সাংস্কৃতিক অনুষ্ঠান
১০–১২ই জানুয়ারি, ২০২৬
(বিকাল ৫টা – ৭টা)। দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here