কোচবিহার :- প্রেমিকা ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ব্ল্যাকমেল করায় আত্মহত্যা করল এক যুবতী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালবারি দারকা এলাকায় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পরিবার সুত্রে খবর ওই একাকার যুবক অভয় সাহা সাথে স্থানীয় এক যুবতী প্রেম সম্পর্কে রয়েছে। বর্তমান ওই যুবক ব্যাংলোর কাজ করে। অভিযোগ ওই যুবক গত কয়েকদিন ধরেই ওই যুবতী কে তার হোয়াটসপ অশ্লীল ছবি পাঠাচ্ছিল ।বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এই অবস্থায় ওই যুবতী আত্মহত্যা করে পরিবারে লোকজন উদ্ধারে করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছে।
Home বাংলা উত্তর বাংলা প্রেমিকা ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে ব্ল্যাকমেল করায় আত্মহত্যা করল এক যুবতী।