এলাকায় বিদ্যুৎ না থাকা কারনে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকা বাসীর । তুফানগঞ্জ মহকুমা দেওচরাই থেকে দিনহাটা যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখনা তারা।

0
1442

কোচবিহার:-এলাকায় বিদ্যুৎ না থাকা কারনে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকা বাসীর । তুফানগঞ্জ মহকুমা দেওচরাই থেকে দিনহাটা যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখনা তারা। অভিযোগ দু দিন থেকে এলকায়া ট্রান্সফর্মার খারাপ হয়ে পড়ে রয়েছে । বিদ্যুৎ দপ্তর কে জানিয়ে লাভ হচ্ছে না তাই এদিন তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ এসে আশ্বাস দেওয়া প্রায় ১ঘনটা অবরোধ চলার পর অবরোধ তুলে নিল এলাকাবাসী ।


অভিযোগ, তুফানগঞ্জ ১নম্বর ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কালজানি সেতুর পাশেই একটি বিদ্যুৎ ট্রাস্নফারমার দু দিন থেকে নষ্ট হয়ে পড়ে রয়েছে । স্থানীয় বাসিন্দারা জানান যে আগেও বারংবার এই দেওচড়াই এলাকায় ট্রান্সফরমার টি বিকল হয়ে পরে। আবারো গত দু দিন থেকে এই ট্রান্সফরমার টি বিকল হওয়ায় দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা তুফানগঞ্জ বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানালে, বিদ্যুৎ দপ্তর থেকে কোনোরকম ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। যায় ফলে দেওচড়াই থেকে দিনহাটা যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রাম বাসীরা। পথ অবরোধের কারণে রাস্তায় অনেক যানবাহন আটকে পরে । খবর পেয়ে তুফানগঞ্জ থানা ও বলরামপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে পুলিশের আশ্বাসে পথ অবরোধ গ্রামবাসিরা তুলে নেন। আজকের মধ্যে ট্রান্সফরমার ঠিক না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here