মাথাভাঙ্গা শহরে শনি মন্দির সংলগ্ন মাথাভাঙ্গা হাজরা হাট গামী রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল অটো চালকরা।

0
255

কোচবিহার :- মাথাভাঙ্গা শহরে শনি মন্দির সংলগ্ন মাথাভাঙ্গা হাজরা হাট গামী রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল অটো চালকরা।অভিযোগ অটো স্ট্যান্ডের পাশে দাড়িয়ে থাকে টোটো এরফলে অটো যাত্রীদের নিয়ে চলে যায় টোটো চালকরা


। অটো চলাক রা যাত্রী পাচ্ছে না অটো চালকরা পূজার আগে এরফলে ব্যাপক সমস্যায় পড়েছে মাথাভাঙ্গা র অটো চালকরা । সে কারনে সেখান থেকে টোটো সরানোর দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান ।এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ এসে অটো চালকদের সাথে কথা বলে অবরোধ তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here