হরিরামপুরের পূন্ডরী গ্ৰাম পঞ্চায়েত কেশরাইলের বোমাবাজি ঘটনায় এলাকা পরিদর্শন করলেন নিবাচন কমিশনের জেলার পুলিশ অবজারভার , পুলিশ সুপার দেবশ্রী দত্তের ,জেলাশাসক সি মুরগান – দিলেন ভোটেরদের শান্তিপূর্ণবাবে ভোটদান করার জন্য সব ধরনেরব্যবসথা নেওয়ার আশ্বাস।

0
655

শীতল চক্রবর্তী ,হরিরামপুর ,২৪ এপ্রিল, দক্ষিণ দিনাজপুর:– হরিরামপুরের  পূন্ডরী গ্ৰাম পঞ্চায়েত  কেশরাইলের বোমাবাজি ঘটনায়  এলাকায় শনিবার সকালে পৌঁছায় নিবাচন কমিশনের  জেলার পুলিশ  অবজারভার বলরাম কুমার উপপাধ্যায় ও জেলারেল অবজারভার। পাশাপাশি পুলিশ সুপার দেবশ্রী দত্তের ,জেলাশাসক সি মুরগান  ফোন নাম্বার ও তুলে দেন সাধারণ মানুষের হাতে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পূন্ডরী গ্ৰাম পঞ্চায়েত  কেশরাইলের  এলাকায় গিয়ে তারা কেশরাইল পুরো এলাকার খতিয়ে দেখে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন,এবং ভোট দানের ক্ষেত্রে কোনো ভয় ভীতি যেন না পায় সে দিকে  লক্ষ্য রেখে  আশ্বস্ত করেন পাশাপাশি  প্রশাসন তাদের পাশে আছে সেই বিষয় গুলোও তুলে ধরেন গ্রামবাসীদের কাছে  এবং এলাকার সাধারণ  মানুষের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন।

                বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে বোমাবাজির ঘটনায়- দু -পক্ষের মোট আট জন গুরুতর ভাবে আহত হয়। এরপর  আহতদের বেশ কয়েকজনকে কালদিঘি সুপার স্পেশালিটি ভর্তি করা হয়/বাকিদের আশঙ্কাজনক অবস্থা দেখে  চিকিৎসকরা তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে । পাশাপাশি আহতদের পরিবারের লোক জনেরা হাসপাতাল থেকে ফিরে- দুপক্ষেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ছয় জনকে আটক করে জেলা আদালতে পাঠায়। এবং এলাকায় চলে পুলিশের টহলদারি। পাশাপাশি বৃহস্পতিবার রাতের  ঘটনার  পরে শনি

বার    হরিরামপুর  থানার  পূন্ডরী গ্রাম পঞ্চায়েতের অধীন কেশরাইল এলাকায় বোমাবাজির ঘটনা স্থলে পরিস্থিতি খতিয়ে দেখেন জেলার ইলেকশন কমিশনের  দুই অবজারভার,পাশাপাশি জেলাশাসক ও পুলিশ সুপার সেন্ট্রাল বাহিনী কমব্যাট  ফোর্স নিয়ে এলাকায় চালালো রুট মার্চ সকাল থেকে।এলাকায় গিয়ে জেলা  শাসক সি মূর্গান ও জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত  এলাকায় পৌঁছানোর পর কেন্দ্রীয় বাহিনী  ও কমব্যাট ফোর্স নিয়ে ঘটনাস্থলের পাশাপাশি পুরো এলাকা রুট মার্চ করেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন আশ্বস্ত করেন।

    জেলা পুলিশ সুপার   দেবর্ষি  দত্ত জানিয়েছেন, এলাকা বর্তমানে শান্তিপূর্ণ/গত বৃহস্পতিবারের বোমাবাজি ঘটনার পরিপ্রেক্ষিতে ৬জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পলিসি টহল রয়েছে। শান্তিপূর্ণবাবে ভোট করার জন্য সব ধরনেরব্যবসথা নেওয়া হবে। 

      জেলাশাসক সি মুরগান  জানিয়েছে,শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য  আমরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলছি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here