বিজেপির বিরুদ্ধে প্রার্থী করলে প্রার্থী হব! কলকাতা থেকে মালদা স্টেশনে নেমে দাবী তৃণমূলে যোগ দেওয়া খগেন মুর্মুর দ্বিতীয় পক্ষের স্ত্রী অরুনা মার্ডির, পরিবারের সাথে বেইমানি করেছে ক্ষোভ প্রথম পক্ষের স্ত্রী মঞ্জু কিস্কুর

0
46

স্বামীর দল বিজেপির বিরুদ্ধে লড়বো প্রার্থী করলে প্রার্থী হব কলকাতা থেকে মালদা টাউন স্টেশনে নেমেই দাবী তৃণমূলে যোগ দেওয়া খগেন মুর্মুর দ্বিতীয় পক্ষের স্ত্রী অরুনা মার্ডির। ওই একই স্টেশনে দিল্লি যাওয়ার পথে অরুণা মার্ডির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগুরে আমরা বিজেপির হয়ে লড়বো স্বামীর পাশে থাকব বললেন খগুর প্রথম পক্ষের স্ত্রী মঞ্জু কিস্কু। ও পরিবারের সাথে বেইমানি করেছে।
শনিবার কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেসে খগেন মুর্মুর দ্বিতীয় শ্রী অরুনা মার্ডি মালদা টাউন স্টেশনে আসেন।তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশী সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। অরুনা মার্ডি মালদায় পৌঁছানোর ঠিক পাঁচ মিনিট আগে সাইরান আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেসে দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন খগেন মুর্মুর প্রথম পক্ষের স্ত্রী মঞ্জু কিস্কু। বর্তমানে মালদা উত্তরের বিজেপি সাংসদ দিল্লিতেই রয়েছেন।
তৃণমূলে যোগদানের পর মালদায় ফিরে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দ্বিতীয় পক্ষের শ্রী অরুনা মার্ডি বলেন,মমতা দিদি ও অভিষেক ব্যার্জীর কাজে অনুপ্রানীত হয়ে তৃণমুল দলে এসেছি।শাসকদল যদি প্রার্থী করে তাহলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেন তিনি। মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এসেছেন।স্বামীর দলের বিরুদ্ধে লড়বেন।তবে পারিবারিক সম্পর্ক যেমন আছে তেমন থাকবে।
অন্যদিকে দিল্লি যাওয়ার পথে প্রথম পক্ষের স্ত্রী মঞ্জু কিসকু বলেন, আমরা বিজেপির সাথে আছি।আমরা বিজেপির হয়ে লড়বো। ও পরিবারের সাথে বেইমানি করেছে। ওর সাথে পরিবারের কোনো সম্পর্ক নেই। খগেন মুর্মুকে ম্যালাইন করার চেষ্টা করছে।
জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, অরুনা মার্ডি আমাদের দলে এসেছেন। তাকে আদিবাসী এলাকায় আমরা কাজে লাগাবো।
এই রাজনৈতিক দেউলিয়া পনা তৃণমূলের পক্ষে সম্ভব।আজ রহিম বক্সি যেভাবে ফুল দিয়ে স্টেশনে পৌঁছলেন তা রাজনৈতিক দেউলিয়া পোনা।দাবি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অম্লান ভাদুড়ীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here