ওরিয়েন্ট ন্যাশনাল স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হল, উদ্বোধন করা হলো বিশিষ্ট জনেদের হাত দিয়ে প্রসপেক্টাসের

0
27

ওরিয়েন্ট ন্যাশনাল স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হল, উদ্বোধন করা হলো বিশিষ্ট জনেদের হাত দিয়ে প্রসপেক্টাসের,ভালো কাজের জন্য বেশ কয়েকজনকে আব্দুল কিবরিয়া স্মৃতি সম্মান তুলে দেওয়া হল


শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১৩ নভেম্বর, দক্ষিণ দিনাজপুর।একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গচিহারে অবস্থিত ওরিয়েন্ট ন্যাশনাল স্কুলে তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ভর্তির প্রক্রিয়ার সূচনা হলো।এদিন বিশিষ্টজনদের হাত দিয়ে স্কুলের ২০২৬ শিক্ষাবর্ষের প্রসপেক্টাস উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের হাতে প্রয়াত আব্দুল কিবরিয়া স্মৃতি মানপত্র প্রদান করা হয়।এছাড়াও আয়োজিত করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এই শিক্ষা প্রতিষ্ঠানটি জেলার মধ্যে একটি আধুনিক, বাংলা মাধ্যমে আবাসিক সহ-শিক্ষা প্রতিষ্ঠান, যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।স্কুলটির রয়েছে অসাম্প্রদায়িক, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য।
স্কুল সূত্রে খবর,এবছর তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১২০জন ছাত্রছাত্রীকে ভর্তি নেওয়া হবে যার,আসন সংখ্যা সীমিত।তাই আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানা আবাসিক প্রতিষ্ঠানের তরফে।
স্কুল তথা আবাসিক প্রতিষ্ঠান সূত্রে আরও যানা গেছে, আমাদের আবাসিক স্কুলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে অডিও-ভিজুয়াল ক্লাসরুম, বিশুদ্ধ পানীয় জল, সিসি ক্যামেরা নজরদারি, কম্পিউটার প্রশিক্ষণ,এয়ার-কন্ডিশন রুম, এমনকি ছাত্রছাত্রীদের মেশিন দিয়ে কাপড় ধোয়ারও সুব্যবস্থা। মেধা গঠনই আমাদের প্রধান লক্ষ্য।এজন্যই ৩২জন শিক্ষক-শিক্ষিকা নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের পাঠদান করছেন।
২০১৫ সালে গঙ্গারামপুর শহরের মিশনমোড়ে প্রয়াত আবাসিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল কিবরিয়ার উদ্যোগে।পরে তার সুযোগ্যপুত্র রাজেশ সরকার গচিহারে নিজস্ব ভবনে স্থায়ীভাবে এই আবাসিক স্কুলটি প্রতিষ্ঠা করেন তার প্রয়াত বাবার স্মৃতিকে সামনে রেখে ও মা নুরজাহান বেগমের আশীর্বাদকে সামনে রেখে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারপারসন নুরজাহান বেগম, স্কুলের ডাইরেক্টর রাজেশ সরকার,মহারাজ প্রবোধ ধর, দক্ষিণ দিনাজপুর জেলার সাংবাদিক সংগঠনের সম্পাদক তথা স্টার সংবাদ নিউজ চ্যানেলের সম্পাদক শীতল চক্রবর্তী,স্কুলের সম্পাদক মোস্তাক মন্ডল জয়েন্ট সেক্রেটারি হামেদুর সরকার , মন্টু মিঞা,আব্দুল হামিদ মিঞা,সাদ্দাম সরকার, মোজাম্মেল হক,রোহিত সরকার, মজদুর সরকার, আবুল কালাম আজাদ,শাহজাহান সরকার, জলিল উদ্দিন মিঞা, বিশিষ্ট সমাজসেবী মতিয়ার মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ। ওরিয়েন্ট ন্যাশনাল স্কুলের ডাইরেক্টর রাজেশ সরকার বলেন,”মেধা যাচাই করা নয়, মেধা তৈরি করাই আমাদের লক্ষ্য।আমাদের প্রতিষ্ঠানে আপনাদের ঘরের ছেলেমেয়েদের ভর্তি করান আমরাই ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে।”
সাংবাদিকাদের সংগঠনের জেলা সম্পাদক তথা স্টার সংবাদ নিউজ চ্যানেলের সম্পাদক শীতল চক্রবর্তী বলেন,“মানুষ গড়ার কারিগর এই শিক্ষা প্রতিষ্ঠান।সুযোগ্য ছাত্র-ছাত্রীর তৈরি করতে হলে এই ধরনের আবাসিক প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের ভর্তি করা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি।”
মহারাজ প্রবোধ ধর ও সমাজসেবী মতিয়ার মন্ডলেরা জানান,“এই আবাসিক প্রতিষ্ঠানটি সত্যিই মানুষ গড়ার কারিগর।তাই অভিভাবকদের উচিত সন্তানদের এখানে ভর্তি করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা।”
সারাদিন ধরে অনুষ্ঠানটি মনোজ্ঞ সাংস্কৃতিক বিভিন্ন ধরনের নাচ ,গান,সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here