রেনেসাঁস আটিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের রাভা প্রতিযোগীয় রাজ্যস্তরে ওয়াইজনে প্রথমস্থান অধিকার করল গঙ্গারামপুরের রিদম

0
179

রেনেসাঁস আটিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের রাভা প্রতিযোগীয় রাজ্যস্তরে ওয়াইজনে প্রথমস্থান অধিকার করল গঙ্গারামপুরের রিদম,খুশি হয়েছেন সকলেই শীতল চক্রবর্তী বালুরঘাট ১৪ই অক্টোবর দক্ষিণ দিনাজপুর।রেনেসাঁস আটিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের রাভা প্রতিযোগীয় রাজ্যস্তরে ওয়াইজনে প্রথমস্থান অধিকার করে।জেলা থেকে চ্যাম্পিয়ন হয়ে রাজ্যে পুরস্কার পাওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রিদম চাকি নবরত্ন পুরস্কার পাওয়ায় গঙ্গারামপুরবাসীও খুশি হয়েছেন।আরতি মিউজিক একাডেমি থেকে প্রশিক্ষণ নেবার পরে এমন সাফল্য এসেছে বলে রিদম জানাল।ছেলের এমন সাফল্যে খুশি হয়েছেন পরিবারের সদস্যরাও। গঙ্গারামপুর শহরের বাসিন্দা রিদম চাকি বিভিন্ন ধরনের নাচ গানে বেশ পারদর্শী।
রিদম চাকি জানালো,”আমার এমন সাফল্যের জন্য পরিবারসহ শিক্ষকদের জানাই আন্তরিক ধন্যবাদ। চেষ্টা করব আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার নিয়ে আসার।” কৃতি ছাত্রের বাবা মানিক চাকি জানিয়েছেন,”রিদমের এমন সাফল্যে আমরা দারুণ খুশি।ও আরো দূরে এগিয়ে যাক সেই কামনাই করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here