কোচবিহার
লোকেশন:- শীতলকুচি
কোচবিহার:- শীতলকুচি বড় মধুসূদন গ্রামে খাবার সময় যুবতীকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীর, ঘটনাস্থলে পুলিশ । শুক্রবার রাতে এমনই ঘটনা ঘটেছে শীতলকুচি ব্লকের গোসাইর হাট অঞ্চলের অন্তর্গত বড় মধুসূদন এলাকায়। জানা যায় ওই বাড়িতে মা ও মেয়ে থাকেন আজ রাত্রিতে খেতে বসে ওই যুবতী ,সেই সময় পিছন দিক থেকে কে বা কারা ওই যুবতীর গলায় ধারালো অস্ত্রের কোপ মারে। ধারালো অস্ত্রের কোপে ওই যুবতী চিৎকার করে ওখানেই লুটিয়ে পড়ে এবং পরিবারের লোকেরা ওই যুবতীকে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই যুবতী বর্তমান চিকিৎসাধীন রয়েছে। জানা যায় ওই যুবতীর নাম সান্তনা বর্মন বয়স ২১ বছর। ঘটনাস্থলে পুলিশ রয়েছে তবে কে বা কারা এমন ঘটনা ঘটালো এর মধ্যে কি রহস্য রয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ






















