কোচবিহার সুনীতি রোডে অবরোধ চলাকালীন আটকে দেওয়া হলো মিহির গোস্বামীর গাড়ি

0
430

কোচবিহার:– কোচবিহার সুনীতি রোডে অবরোধ চলাকালীন আটকে দেওয়া হলো মিহির গোস্বামীর গাড়ি, পরে পুলিশ এসে সেখান থেকে গাড়ি বের করে নিয়ে যায়। আইএনটিটি ইউ সি র বিক্ষোভ । Intdc পক্ষ থেকে আজ বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি ছিল সেই কর্মসূচির আটকে দেয় পুলিশ তারপরে বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএন ttuc কর্মী সমর্থকরা । সেই সময় বিধায়ক মেহের গোস্বামীর গাড়ি সেখান থেকে গেলে সেই গাড়ি আটকেও বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here