পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩০ জুলাই ——— ঘুমিয়ে মা, পুকুরে ভাসছে শিশুর দেহ! রবিবার সকালে হাড়হিম করা এই ঘটনায় তুমুল হইচই পড়েছে বালুরঘাটের বোল্লা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই শিশুর নাম সুমাইয়া মন্ডল (১৮ মাস)। বাড়ি বালুরঘাটের বোল্লা মন্দির সংলগ্ন এলাকায়। এদিন সকালে বাড়ি থেকে সামান্য দূরে একটি পুকুরে ওই শিশুর দেহ ভাসতে দেখে আঁতকে উঠেছেন পরিবারের লোকেরা। পরিবার ও স্থানীয় সুত্রের খবর অনুযায়ী, এদিন সকালে ঘুমন্ত স্ত্রী ও শিশুকন্যাকে রেখেই পতিরাম বাজারে গিয়েছিলেন বাবা মুসতাফি মন্ডল। যেখান থেকে ফিরে এসেই পুকুরে ভেসে থাকতে দেখেছেন একমাত্র শিশু কন্যাকে। আর এরপরেই তুমুল হইচই পরিস্থিতি তৈরি হয় এলাকায়। উদ্ধার হওয়া শিশু কন্যাকে তড়িঘড়ি বালুরঘাট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে।
মৃত শিশুর দাদু মোজাম মন্ডল বলেন, মায়ের সাথে ঘুমিয়ে ছিল শিশু কন্যাটি। সকলের নজর এড়িয়ে কখন পুকুরে পড়ে ডুবে গিয়েছে কেউ বুঝতেই পারেনি। শিশুর বাবা বাজার থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে দেখেছেন ওই শিশু কন্যাটিকে। হাসপাতালে নিয়ে আসা হলেও তাকে বাচানো সম্ভব হয়নি।

















