তপনের করদহ কাটাবাড়িতে বিষপানে আত্মঘাতী হলেন এক সিভিক ভেলেন্টিয়ার। রবিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠালো তপন থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম মহেন্দ্র রায়(৩৫), বাড়ি মালদা জেলার খোকসান এলাকায়। পেশায় সিভিক ভেলেন্টিয়ার ওই যুবক তপন থানার অধীন কর্মরত ছিলেন। তপনের করদহ কাটাবাড়ি এলাকায় কাজের সূত্রে থাকতেন তিনি বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ তার বিষপানের বিষয়টি নজরে আসে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার দুপুর নাগাদ তপন থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় কারও অনুমান পারিবারিক অশান্তিতে এমন ঘটনা ঘটিয়েছেন তিনি। আবার মানসিক অবসাদে এমন ঘটনা বলে অনুমান করছেন অনেকেই যদিও ঠিক কি ঘটেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ

















