মুর্শিদাবাদে ৮০০ বোতল পেনসিডিল সহ গ্রেফতার এক

0
129

মুর্শিদাবাদে ৮০০ বোতল পেনসিডিল সহ গ্রেফতার এক।

মুর্শিদাবাদের ফরাক্কায় পেনসিডিল সহ একজন কে গ্রেফতার করে পুলিশ।

গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে একটি চার চাকা গাড়ি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল পেনসিডিল নিষিদ্ধ কফ সিরাফ উদ্ধার করে পুলিশ। তারপর গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ। গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ।

পুলিশ সুত্রে জানাযায়, চালকের নাম অসিম তালুকদার (৫০)। বাবা মৃত প্রভাত তালুকদার। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাধিহাট। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ফরাক্কার চন্ডিপুরের কাছে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৮০০ বোতল পেনসিডিল (যাহা নিষিদ্ধ কফ সিরাপ) উদ্ধার করে। প্রতিটি বোতল ১০০ মিলি। ধৃতকে সাত দিনের পুলিশ হেপাজত অবেদন চেয়ে বহরমপুর আদালতে পাঠায় পুলিশ। ধৃত এই পেনসিডিল নিষিদ্ধ কফ সিরাপ কোথায় থেকে নিয়ে আসছিল বা কোথায় নিয়ে যাচ্ছিল তার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here