এসএসকে ও এমএসকে কমিটির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বুনিয়াদপুরে

0
199

এসএসকে ও এমএসকে কমিটির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বুনিয়াদপুরে,উপস্থিত থাকলেন বিশিষ্টজনেরা শীতল চক্রবর্তী বালুরঘাট ৮ জুন।এসএসকে ও এমএসকে কমিটির প্রথম জেলা সম্মেলন ও সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে।এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘোষণা করা হলো ২১জনের নতুন কমিটি।সেখানে তৃনমূলের জেলা সভাপতি সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এসএসকে ও এমএসকে কমিটির দায়িত্বে থাকা কর্মীরা তাদের ভাষনের মধ্য দিয়ে রাজ্য সরকারের সহযোগিতার কথা তুলে ধরেন।এসএসকে ও এমএসকে কর্মীদের শুরুতে বেতন ছিল ৫ হাজার টাকা,এখন সেই বেতন হয়েছে ১১হাজার টাকা।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সহযোগিতায় এই বেতন বৃদ্ধি হয়েছে বলে দাবি করেছেন কমিটির সদস্যরা। এছাড়াও আরো বহু সুযোগ সুবিধা পেয়েছে এই কমিটির সদস্যরা বলেও তারা দাবি করেন।এবারে এসএসকে ও এমএসকে কমিটির সদস্যদের দলের জন্য কিছু করার সুযোগ এসেছে।২০২৬ভোটে তৃণমূলকে আরো শক্তিশালী করে তুলতে এসএসকে ও এমএসকের নতুন কমিটি গঠন করা হলো।এদিনের এই জেলা সম্মেলনের মঞ্চ থেকে ২১জনের কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। সংগঠনের জেলা তৃণমূল এসএসকে কমিটির সভানেত্রী নির্বাচিত করা হয়েছে বালুরঘাটের অর্পিতা মুখার্জী বোসকে,সহ সভানেত্রী বালুরঘাট থেকে মমি চক্রবর্তী, সাধারণ সম্পাদকের দায়িত্ব পান হরিরামপুর থেকে রকিয়া সিদ্দিকী সহ ৫ জন,সম্পাদকের দায়িত্ব পান আলিয়া খাতুন সহ আরো ৩জন।কায্যকারী সদস্য রয়েছে ৯জন।সব মিলিয়ে ২১জনের কমিটি করা হয়।এছাড়াও শহর ও ব্লক থেকে একজন করে সভানেত্রী ও সহ সভানেত্রীদের নামের তালিকা ঘোষণা করেন। তৃণমূলকে আরো মজবুত ও শক্তিশালী করে তুলতে এই কমিটি গঠন করা হয় বলেই জানা গিয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল,বুনিয়াদপুর শহরের চেয়ারপার্সন কমল সরকার,গঙ্গারামপুর শহরের চেয়ারম্যান প্রশান্ত মিত্র, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাসদা, জেলা পরিষদের পূর্ত কর্মধক্ষ রফিকুল ইসলাম ,মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী নেহালতা হেমরম,বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ,সহ এসএসকে ও এমএসকে কমিটির সদস্যরা সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতারা।
এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন,”এদের কোনো কমিটি ছিলনা যে কারণে আমরা এই মঞ্চ থেকে নতুন কমিটি ঘোষণা করলাম।দলের হয়ে তারা কাজ করবেন।”
এবিষয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছে ,”আমরা বুনিয়াদপুর শহরের সুকান্ত ভবনে এসেছি ,সেখানে সংগঠনের জেলা সম্মেলন করা হলো।জেলার ৩টি পুরসভা থেকেই জেলাস্তরে কমিটি তৈরি করা হয়েছে।আগামীতেও তাদের পাশে থাকবো দল।
এবিষয়ে নতুন এসএসকে কমিটির সভানেত্রী অর্পিতা মুখার্জী বোস জানিয়েছে” আমরা মুখ্যমন্ত্রীর কাছে থেকে অনেক কিছু সহযোগিতা পেয়েছি।এবার আমাদের দেওয়ার পালা,তাই আগামী ২৬ নির্বাচনে তৃণমূলকে আরো শক্তিশালী করে তুলতে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হলাম।” এছাড়াও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে নাচ,গান,আবৃত্তির মধ্য দিয়ে পরিচালনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here