শীতল চক্রবর্তী ,বংশীহারী, 28 অক্টোবর ,দক্ষিণ দিনাজপুর:-দক্ষিণ দিনাজপুর জেলায় পুজো কমিটিদের নিয়ে বংশীহারী ব্লকের কাউন কক্ষতে একটি মিটিং করা হয় বংশীহারী ব্লক ও পুলিশের পক্ষ থেকে।
এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের সহ-সভাপতি গণেশ প্রসাদ। বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বংশীহারী ব্লকের জয়েন্ট ভিডিও অরিত্র দালুই সহ বাড়ির পুজো কমিটির সদস্যরা। কোভিদ পরিস্থিতি মেনে অযথা ভিড়ভাট্টা না করে, গাজী ফটকা বাজানো নিষেধ সহ আরো সমস্ত নিয়ম মেনে পূজা করতে হবে বলেই বার্তা দিলেন পুলিশ প্রশাসন থেকে ব্লকের সদস্যরা।
এ বিষয়ে বংশীহারী ব্লকের সহ-সভাপতি ও বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন প্রতিবছরের মতো এবছরও কালী পূজার কমিটিগুলোকে নিয়ে একটি মিটিং করা হল যেন কালি পূজা সুষ্ঠুভাবে শেষ হয়।
Home বাংলা উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলায় পুজো কমিটিদের নিয়ে বংশীহারী ব্লকের কাউন কক্ষতে একটি মিটিং...