তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের এর ফরম ভুল সহ যাবতীয় প্রয়োজনে ব্লক থেকেই ছাত্র-ছাত্রীদের সেই কাজ করা হবে বলে জানানো হলো বিডিও তরফে
শীতল চক্রবর্তী, গঙ্গারামপুর ,২৮ সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুর: তপশিলি জাতি উপজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের ফমের ভুল সহ যাবতীয় সমস্যা সমাধান এখন ব্লক থেকে হবে বলে জানানো হলো বিডিও তরফে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বিডিও মঙ্গলবার দুপুরে সমস্যায় পড়া ছাত্র-ছাত্রীদের সেই সমস্যা দূর করে তাদের পাশে দাঁড়ানোয় খুশি হয়েছেন ছাত্রছাত্রীরা। বিডিও জানিয়েছেন, একটা সমস্যা হয়েছিল যে কারণে ফমের ভুল সহ যেকোন প্রয়োজনে বালুরঘাটে যেতেই হচ্ছিল ছাত্র-ছাত্রীদের। এখন আর যেতে হবে না বালুরঘাটে। নিজ নিজ ব্লক অফিস থেকেই ফরমের যাবতীয় ভুল সহ যে কোন সমস্যা সেখান থেকেই মেটানো হবে ছাত্র-ছাত্রীদের। ব্লকের বিডিওর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ছাত্রছাত্রীরা।,,

ইতিমধ্যেই ক্লাস অষ্টম,নবম শ্রেণি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীতে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ দেবার ব্যবস্থা করা হয়েছে।সরকারের তরফে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রকল্পে সংশ্লিষ্ট দপ্তরে ওয়েবসাইটে গিয়ে তা আবেদন করতে হবে। সেই আবেদন পত্রটি সংশ্লিষ্ট ব্লকের অফিসারের কাছে তা জমা করতে হয়।

সূত্রে জানা গেছে, অনেক ছাত্রছাত্রী তাড়াহুড়ো করে ফর্ম ফিলাপ করতে গিয়ে কেউবা ক্লাসের নাম, কেউ বা তার নামের পদবী ভুল করেছেন। অনেকে আবার নবম শ্রেণীর জায়গায় ভুল করে একাদশ ও দ্বাদশ উল্লেখ করেছেন। আগে এই সমস্ত ভুলগুলি ছাত্র-ছাত্রীদের ব্লক অফিস থেকে ঠিক হলেও কিছুদিন ধরে তা জেলায় গিয়ে তা ঠিক করতে হতো। এর ফলে ছাত্রছাত্রীরা করেছে নানান ধরনের সমস্যায়। ইতিমধ্যেই বেশ কিছু ছাত্র-ছাত্রী এই সমস্যা নিয়ে বালুরঘাটে গেলে তাদের সমস্যার সুরাহা হয়নি বলে খবর। যে বিষয়টি নিয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া সেরপার আছে তারা দেখাও করেন।
গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া সেরপা জানিয়েছেন, সমস্যার সমস্যার বিষয়টি জানার পরে আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম। সেখান থেকে নির্দেশ এসেছে এখন থেকে এই সমস্ত ভুলের সমস্যা সমাধান ব্লক অফিস থেকে করা হবে। ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের কম পূরণের ভুলের যে সমস্যা রয়েছে তারা এখানে আসলেই তা মিটিয়ে দেওয়া হবে।
স্কলারশিপের ফরম এর ভুলের সমস্যা নিয়ে বালুঘাট ঘুরে আসার পর ব্লকের গঙ্গারামপুর ব্লকের বিডিও মাধ্যমে দুই তপশিলি জাতি ছাত্রীর সমস্যা সমাধান হয় তারা দারুণ খুশি।
ব্লকের বিডিও কে ধন্যবাদ দিয়ে দুই ছাত্রী জানিয়েছেন, বিডিওকে ধন্যবাদ জানাই আমাদের এমন সমস্যা সমাধান করার জন্য। বাকিদের যদি এমন কোন ভুল হবার যে সমস্যা রয়েছে এখন থেকে ব্লক অফিসে আসলে তা করতে পারবেন।
বিডিওর মাধ্যম ছাত্র-ছাত্রীদের এমন সমস্যার সমাধান হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তারা।