শিলিগুড়ি:-টিউশন পরতে গিয়ে উধাও তিন নাবালিকা।বাড়ির লোকের সন্দেহ শিশু পাচারকারীদের চক্রের দিকে।ভক্তিনগর পাইপলাইন বাসিন্দারা।সকালে প্রাইভেট পরতে গিয়ে মাঝ রাস্তা থেকেই উধাও হয়ে যায় তিন নাবালিকা।

সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়িতে না আসলে খোঁজ শুরু হয় বাড়ির লোকের।কোথাও না পেলে এনজেপি থানার পুলিশ মিসিং কমপ্লেন করা হয়।এই খবর পাওয়া মাত্র ছুটে আসে লিগ্যাল এইড ফোরামের সদ্যসরা এই আমিত সরকার।