শিলিগুড়ি:-
শিলিগুড়ির প্রধাননগর থানার সামনে বাজেয়াপ্ত ও দুর্ঘটনাগ্রস্থ গাড়িতে হটাৎ অগুন।ভয়াবহ আগুন দেখে থানার ভেতর থেকে ছুটে আসেন পুলিশকর্মীরা।তৎক্ষতি খবর দেয়া হয় শিলিগুড়ির দমকলকর্মীদের।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আশে দমকলের ৩টি ইঞ্জিন।কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন।আগুন লাগার কারণ ক্ষতিয়ে দেখচ্ছে সংশ্লিষ্ট দপ্তর