গঙ্গারামপুর পুরসভার ৮নম্বর ওয়ার্ডের ৫০নম্বর বুথ কমিটি ও ইয়ুথ ক্লাবের তরফে ৭৫তম স্বাধীনতা দিবসের দিনটি পালন করা হয়৷

0
465

গঙ্গারামপুর পুরসভার ৮নম্বর ওয়ার্ডের ৫০নম্বর বুথ কমিটি ও ইয়ুথ ক্লাবের তরফে ৭৫তম স্বাধীনতা দিবসের দিনটি পালন করা হয়৷

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর,১৫আগষ্ট ,দক্ষিণ দিনাজপুর: একটি অনুষ্টানের মধ্যে দিয়ে তৃণমুলের ৮নম্বর ওয়ার্ডের ৫০বুথ কমিটি ও একটি ক্লাবের তরফে ৭৫তম স্বাধীনতা দিবস দিনটি পালন করা হয়৷জাতীয় পতাকা উত্তেলন,বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা সহ মাল্যদান করে সন্মান জানানো হয়৷দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভার ৮নম্বর ওয়ার্ডের ৫০ নম্বর বুথ কমিটি ও ইয়ুথ ক্লাবের তরফে এই দিনটি পালন করা হয়। সেখানে ওয়ার্ডের নেতারা সহ ইয়ুথ ক্লাবের সভাপতি সম্পাদক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

গঙ্গারামপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ইয়ুথ ক্লাব পাড়ার ৫০ নম্বর বুথের তৃণমুলের বুথ কমিটির তরফে রবিবার সকালে জাতীয় পতাকা উত্তেলন করেন তৃণমুল নেতা তথা ৮নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার কাঞ্চন সেন।একে একে পৌর প্রশাসক বোর্ডের সদস্য তথা তৃণমুল নেতা আশুতোষ ধর, তৃণমূল নেতা রঞ্জিত ব্রক্ষ্ম,প্রদীপ সাহা, রবীন্দ্রনাথ দাস,বুথের সভাপতি,সম্পাদক সহ একাধীক নেতা কর্মী সমর্থকেরা উপস্থিত সকলেই মাল্যদান করেন।পরে উপস্থিত বিশিষ্টজনেদের হাত দিয়ে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়। এলাকাবাসীদের মিষ্টিমুখও করানো হয়। সেখানে তৃণমূল নেতা তথা ৮নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার কাঞ্চন সেন সকলকে আশ্বাস দেন সেখানে থাকা পৌরসভার কমিউনিটি হলের আমুল সংস্কার করতে চেয়ারপার্সনের সঙ্গে কথা বলে ব্যবস্থা করবেন।যাতে এই ওয়ার্ডের মানুষজন সেটাকে ব্যবহার করে অল্প পয়সায় তাঁদের প্রয়োজনে ভাড়া নিতে পারেন।

তৃণমুল নেতা তথা ৮নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার কাঞ্চন সেন জানান ,তৃণমুল দলের ওয়ার্ড কমিটির তরফে এই দিনটি পালন করা হয়েছে। তিনি আশ্বাদ দেন যে পৌরসভার কমিউনিটি
হলের আমুল সংস্কার করতে চেয়ারপার্সনের সঙ্গে কথা বলে ব্যবস্থা করবেন।যাতে এই ওয়ার্ডের মানুষজন সেটাকে ব্যবহার করে অল্প পয়সায় তাঁদের প্রয়োজনে ভাড়া নিতে পারেন।

তৃণমুল নেতা আশুতোষ ধর জানিয়েছেন, স্বাধীনতা দিবসের দিনে দলের তরফে এই বুথে এই দিনটি পালন করা হয়েছে। সেখানে বৃক্ষরোপন কর্মসুচী সহ বেশ কিছু কর্মসুচির আয়োজন করা হয়েছিল৷সামজিক বিধি মেনেই এমন অনুষ্টান করা হয়েছে।
অন্যদিকে গঙ্গারামপুর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ইয়ুথ ক্লাবের তরফে ৭৫তম স্বাধীনতা দিবসের দিনটি পালন করা হয়।সেখানে ক্লাবের পতাকা উত্তেলন করেন ক্লাব সম্পাদক রঞ্জিত ব্রক্ষ্ম ক্লাবের পতাকা উত্তেলন করেন ক্লাবের অন্যতম সদস্য রবীন্দ্রানাথ দাস।সেখানে উপস্থিত ক্লাবের অন্যতম সদস্য তথা ৮নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার কাঞ্চন সেন, সদস্য আশুতোষ ধর,প্রদীপ সাহা,রবীন্দ্রনাথ দাস,সহ ক্লাবের সদস্যরা মাল্যদান করেন।

এবিষয়ে ক্লাবের সম্পাদক রঞ্জিত ব্রক্ষ্ম জানিয়েছেন,৭৫তম স্বাধীনতা দিবসের এই দিনটি ক্লাবের তরফে পালন করা হয়েছে বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে। সামজিক বিধি মেনেই এমন অনুষ্টান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here