শুয়োরের অত্যাচারে তিতিবিরক্ত জলপাইগুড়ি শহরবাসী

0
575

জলপাইগুড়ি:—শুয়োরের অত্যাচারে তিতিবিরক্ত জলপাইগুড়ি শহরবাসী। তাই শুয়োরের অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিতে নয়া কৌশল নিতে চলেছে জলপাইগুড়ি পুরসভা। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের 25 টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডে শুয়োরের উপদ্রব রয়েছে । এর আগে একাধিকবার শুয়োর ধরার অভিযান পুরসভার পক্ষ থেকে করা হলেও কোভিড পরিস্থিতিতে অভিযান কিছুটা ব্যাহত হয়েছে। তাই আগামী 7 অক্টোবর থেকে নয়া কৌশলে শুয়োর ধারার অভিযানে নামতে চলেছে জলপাইগুড়ি পুরসভার বলে জানালেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী। সৈকত বাবু বলেন কি পদ্ধতিতে শুয়োর ধরা হবে তা এখনই বলা হচ্ছে না সংগত কারনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here