নিষিদ্ধ ফেনসিডিল পাচারকারীর কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশ মৃদুল ঘোষকে গ্রেপ্তার করে জেলা আদালতে পাঠাল

0
469

গঙ্গারামপুর পুরসভার ১৪নম্বর ওয়ার্ডের পূর্ব হালদার পাড়ার বাসিন্দা গচিহার এলাকার হোটেল ব্যবসার আড়ালে নিষিদ্ধ ফেনসিডিল পাচারকারীর কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশ মৃদুল ঘোষকে গ্রেপ্তার করে জেলা আদালতে পাঠাল,তদন্তে পুলিশ শীতল চক্রবর্তী বালুরঘাট ১৯শে জুলাই দক্ষিণ দিনাজপুর।হোটেলের খাবারের ব্যবসার আড়ালে নিষিদ্ধ ফেনসিডিল পাচার করার কাজে যুক্ত থাকার অভিযোগে পুলিশ এক কুখ্যাত সমাজবিরোধীকে দুটি ফেনসিডিলের ব্যবসার কাজে যুক্ত থাকার মামলায় অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।শুক্রবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুর থানার গচিহারে ওই হোটেল মালিক কুখ্যাত নিষিদ্ধ ফেনসিডিল বাংলাদেশ পাচার করার কাজে ব্যবসার কাজে যুক্ত থাকা মৃদুল ঘোষকে গ্রেপ্তার করেছে। জিতের বাড়ি গঙ্গারামপুর পৌরসভার১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়া রবীন্দ্র ভবনপল্লী এলাকায়।পুলিশ ধৃতকে কুমারগঞ্জ ও গঙ্গারামপুর থানার দুটি নিষিদ্ধ ফেনসিডিল পাচার করার কাজে যুক্ত থাকা মামলায় যুক্ত করে জেলা আদালতে পাঠিয়েছে। জানা গেছে গঙ্গারামপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব হালদারপাড়ার রবীন্দ্র ভবন পল্লী এলাকার বাসিন্দা মৃদুল ঘোষের গচিহার এলাকার হোটেলের ব্যবসা রয়েছে। জেলা পুলিশ প্রশাসনিক খবর, এই হোটেলের ব্যবসা দাঁড়ালেই ধৃত মৃদুল ঘোষ বহুদিন যাবত বাংলাদেশের নিষিদ্ধ সিরাফ পাচার করতো। অল্প সময়ের মধ্যে মৃদুল ঘোষ ফুলে ফেঁপে উঠেছিল বলে খবর। গঙ্গারামপুর থানার সূত্রে জানা গেছে তিনেক আগে কুমারগঞ্জে একটি নিষিদ্ধ ফেনসিডিল পাচারকারী গ্রেপ্তার হবার পরে সেই ফেনসিডিলের মালিক হিসেবে নাম উঠে আসে মৃদুল ঘোষের। এমনকি কিছুদিন আগে গঙ্গারামপুরের একটি দুজন ধরা পড়ায় তারা জানায় এই নিষিদ্ধ ফেনসিডিলের মালিক মৃদুল ঘোষ। এরপরে পুলিশ তাকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করার জন্য তল্লাশি শুরু করে। কিন্তু সে গা-ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সাম্প্রতি বালুরঘাট জেলা আদালতে একটি নিষিদ্ধ ফেনসিডিলের মামলা থেকে নির্দোষী খালাস হয়েছে মৃদুল ঘোষ। পুলিশের কাছে খবর রয়েছে যে, গঙ্গারামপুরের গতিহারে হোটেল ব্যবসার আড়ালে নিষিদ্ধ ফেনসিডিলের ব্যবসা করে ফেলে ফেঁপে উঠেছিল এই মৃদুল ঘোষ। শুক্রবার রাতে তার গচিহার হোটেল থেকে মৃদুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপায়ন ভট্টাচার্য বলেন,”বহুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল মৃদুল, অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলা আদালতে পাঠানো হয়েছে।পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।” কুখ্যাত এই নিষিদ্ধ ফেনসিডিল পাচারকারী মৃদুল গ্রেপ্তার হওয়ায় খুশি হাওয়া গঙ্গারামপুরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here