তুফানগঞ্জ রায়ঢাক নদীতে গত শুক্রবার রাতে মায়ের কোল থেকে ১.৫বছরের শিশু সন্তান নদীতে পরে যায়।

0
242

তুফানগঞ্জ রায়ঢাক নদীতে গত শুক্রবার রাতে মায়ের কোল থেকে ১.৫বছরের শিশু সন্তান নদীতে পরে যায়। পরবর্তী তে সন্ধান চালানো হয় ছোট্ট শিশুটির, তুফানগঞ্জ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট এর উদ্যোগে নদীতে উদ্ধার কার্যে নামেন সিভিল ডিফেন্স এর কর্মীরা, সারাদিন স্পিড বোর্ড দিয়ে উদ্ধার কার্য চালানোর পরও পাওয়ায়নি জিসান দাস নামের ঐ ১বছর ৪মাসের শিশু সন্তানটিকে, অবশেষে আজ সকালে স্থানীয় লোকজন বাচ্চাতির মৃতদেহ রায়ঢাক নদীতে ভেসে উঠতে দেখা খবর দের পুলিশ প্রশাসনকে,
তুফানগঞ্জ পুলিশের তত্ত্বাবধানে বাচ্ছাটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here