তপন,২১ মার্চ : পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা হবার পর কর্মীসভা করল তপন ব্লক তৃণমূল কংগ্রেস (গঙ্গারামপুর বিধানসভা )। বৃহস্পতিবার সভার আয়োজন করা হয় তপন ব্লকের করদহের একটি সভাকক্ষে।
লোকসভা ভোট ঘোষনা হবার পর থেকে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার শুরু করেছে তৃণমূল কর্মীরা। পাশাশাশি মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জেলার ব্লক গুলির পূর্ণাঙ্গ কমিটি ও অঞ্চল সভাপতিদের নাম ঘোষনা হতে এদিন তপন ব্লক তৃণমূল কংগ্রেসের (গঙ্গারামপুর বিধানসভা ) পূর্ণাঙ্গ কমিটির প্রথম সভা করা অনুষ্ঠিত হল। এদিনের সভায় হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল,গঙ্গারামপুর পুরসভার পুর প্রধান প্রশান্ত মিত্র,জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা তপন ব্লক তৃণমূল কংগ্রেস (গঙ্গারামপুর বিধানসভা ) সভাপতি সমীর রাহা,তপন ব্লক তৃণমূল কংগ্রেস (তপন বিধানসভা ) সভাপতি সুব্রত রঞ্জন ধর,তৃণমূল নেতা অজয় বর্মন,জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি স্নেহলতা হেমরম প্রমুখ।
বাইট জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা হবার পর কর্মীসভা করল তপন ব্লক তৃণমূল কংগ্রেস (গঙ্গারামপুর...