আলিপুরদুয়ার সাত সকালে আলিপুরদুয়ার বিজেপি প্রার্থীর মনোজ টিগ্গার অভিনব প্রচার । সাত সকালে ট্রেনে প্রচার শুরু করবে বিজেপি প্রার্থী এদিন সকালে বীরপাড়া রেল স্টেশনে যাত্রীদের মধ্যে প্রচার চালায় মনোজ টিগ্গা। এছাড়া আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়ি জংশন গামী ট্রেনে প্রচার চালাবে মনোজ টিগ্গা।