খুদে মডেলদের দ্বারা জমকালো ফ্যাশান শো’র আয়োজন বালুরঘাটে

0
1116

খুদে মডেলদের দ্বারা জমকালো ফ্যাশান শো’র আয়োজন বালুরঘাটে। নজর কাড়ল দর্শকদের।

খুদে মডেলদের দ্বারা জমকালো ফ্যাশান শো’র আয়োজন বালুরঘাটে । রবিবার শহরের কংগ্রেস ভবন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে সুকন্যাস অ্যাকাডেমি । যাকে ঘিরে সাধারন মানুষের উপস্থিতি যথেষ্টই নজরে কাড়ে এলাকায় । উদ্যোক্তাদের তরফে জানানো হয়, শহরের বুকে এই প্রথম উন্মুক্ত মঞ্চে আয়োজন হচ্ছে এই ফ্যাশান শো’টি যেখানে শুধুমাত্র বালুরঘাট শহরই নয় শহরের বাইরের প্রায় ৫৫ জন ছোট বড় প্রতিযোগী অংশগ্রহন করে । ক্ষুদে মডেলদের এই প্রতিযোগিতা দেখতে পুরুষ মহিলা শিশু বিভাগের পাশাপাশি আদিবাসীদের নিয়ে এদিনের এই মডেল শো, যঠেষ্টই নজড় কেড়েছিল শহরে । যে মঞ্চ থেকে শুধুমাত্র প্রতিযোগিদেরই নয় সমাজের বিশিষ্ট জনদের সংবর্ধিত করে এই সংস্থা । নাচ গান আবৃত্তি’র মত এই ফ্যাশান শো ছেলে মেয়েদের যে স্মার্ট হওয়ার ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, ক্ষুদে মডেলদের দ্বারা অনুষ্ঠিত সেই ফ্যাশান শো’ই যেন সেই দিকটি তুলে ধরেছে এদিনের এই অনুষ্ঠান মঞ্চে । আর তাতেই নজর কেড়েছে দর্শকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here