দেব আমাদের সাথে ছিল ও আছে রবিবার ফালাকাটা কমুউনটি হলে কর্মী সভায় যোগ দিতে এসে একথা জানান পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

0
306

আলিপুরদুয়ারঃ দেব আমাদের সাথে ছিল ও আছে রবিবার ফালাকাটা কমুউনটি হলে কর্মী সভায় যোগ দিতে এসে একথা জানান পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ হাকিম জানান আমাদের সাথে যার আছে তারা স্বর্গে আছে আর যারা বিজেপির সাথে আছে তারা নড়কে আছে।
মন্ত্রী আরো জানান রাজ‍্যের মানুষ একশ দিনের টাকা থেকে বঞ্চিত বিজেপি ও সিপিএম এই নিয়ে শুধু রাজনীতি করছে তারা চায়না গরীব জনগণ তাদের হকের টাক পাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here