আজ পবিত্র মহরম এই মহরম উপলক্ষে একটি বিশাল মেলা অনুষ্ঠিত হয় ।
বড় সিঙ্গার কারবালা প্রান্তরে ।
উত্তর ও দক্ষিণ দিনাজপুর দুই জেলার মোট 44 টি গ্রাম মিলে এই মেলা ।
মেলায় মুসলিম সম্প্রদায়ের মানুষরা মিছিল করে কারবালা প্রান্তরে তাজিয়া নিয়ে মাঠ পরিদর্শন করেন ।
এদিন এই মেলায় উপস্থিত ছিলেন সব সম্প্রদায়ের প্রায় 15 হাজার মানুষ ।
খেলা হয় লাঠি এদিন মেলায় লাঠি খেলা দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো ।
প্রচুর পুসিশ উপস্থিত ছিলেন এই মেলা পাঙ্গণে ।
উপস্থিত ছিলেন হরিরামপুর তৃণমূল ব্লক সভাপতি হাতেম আলী ,
উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য সাহেয়স্থা আলম
,দক্ষিণ দিনজপুর এডিশনাল এসপি,sdpo,হরিরামপুর থানার ic সহ আরো অনেকে ।