কোচবিহার :-বিচারাধীন এক যুবক পালালো তুফানগঞ্জের জি আর ও (গভর্নমেন্ট রেজিস্টার্ড অফিস ) থেকে। ওই যুবকের নাম ঝুমুর আলী। তাকে চুরির অপরাধে গতকাল তুফানগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। জানা যায় এদিন জি আর ওর টিনের চালের নীচে থাকা মুলি বাঁশের সিলিং ভেঙে সে সোমবার দুপুর একটা নাগাদ পালিয়ে যায়। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার সদর সার্কেলের (পুলিশ ) কল্যাণ গুরুং ও তুফানগঞ্জ থানার ওসি প্রশান্ত বিশ্বাস। তারা জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। জি আর ও থেকে পালিয়ে যুবকের খোঁজ চলছে।তবে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Home বাংলা উত্তর বাংলা বিচারাধীন এক যুবক পালালো তুফানগঞ্জের জি আর ও (গভর্নমেন্ট রেজিস্টার্ড অফিস )...