আই সি কে ঝাঁটা নিয়ে তারা বিজেপি কর্মী সর্মথকদের
মালদার বামন গোলার নালাগোলা পুলিশ ফাঁড়িতে চড়াও বিজেপি কর্মীরা।ফাঁড়ি ভাঙচুর। আইসিকে ঝাঁটা নিয়ে তারা মহিলা বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ এই খুনের ঘটনায় শাসকদলের এখন যে নেতাদের প্রত্যক্ষ মদত রয়েছে। তাদের অঙ্গুলী হেলোনে বিজেপি কর্মীর ছেলে বাবাকে খুন করেছে।
পুলিশের ব্যবহারে মানুষ অধৈর্য হয়ে গেছে আর সেই কারণেই এভাবে থানায় চড়াও হয়েছে দাবি বিজেপি নেতৃত্বের।