কোচবিহার:-আজ দুপুর 1.30 টা দিনহাটা থানার অন্তর্গত গোসানিমারী ২ জিপির ছোট নাটাবাড়ি গ্রামের এক তৃণমূল সমর্থকের বাড়িতে একে একে 8/10 টি বোমা ব্লাস্ট হয়(hand made), সেই বোমার আঘাতে 2 জন শিশু সহ মোট 4 জন আহত হয়ে এখন দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন। আহত ব্যক্তিদের নাম,সাত্তার মিয়া (40),মোজাফফর মিয়া (50),লতিফ মিয়া (12),লুৎফর মিয়া (10)