শিলিগুড়ি:-রাজ ভবনে বসে রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন,উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার করতে এসে রাজ্যপালের বিরুদ্ধে ফের বিস্ফোরক তৃনমূল নেতা মদন মিত্র।নির্বাচনী প্রচারে আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান মদন মিত্র।সাংবাদিকদের মুখোমুখি হয় মদন মিত্র বলেন,পূর্বের যিনি রাজ্যপাল ছিলেন তিনি ঘুড়ে বেড়িয়ে উপরাষ্ট্রপতি হয়েছেন,সেই ভাবে এই রাজ্যপাল ঘুড়ে বেড়াচ্ছেন।পাশেই তো মনিপুর রাস্তা লাশ পড়ে রয়েছে,উত্তরপ্রদেশ স্টেট অফ এনকাউন্টার সেখানে কেন যাচ্ছেন না।রাজ্যপাল নিজে হিংসা ছড়াচ্ছেন আর অপবিত্র করে তুলছে রাজভবনকে।ভোট মিটলেই কর্পোরেশন থেকে পাইপ নিয়ে গিয়ে গঙ্গাজল দিয়ে তার বাড়িটা ধুয়ে দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।তিনি বলেন তৃনমূল কংগ্রেস ছাড়া আর কোন রাস্তা নেই,কেন্দ্রীয় বাহিনী ফল ঘোষনা পর্যন্ত থাকবে তারপর কিন্তুু তৃনমূল কংগ্রেস থাকবে।যতটাকা খরচ করে কেন্দ্রীয় বাহিনী এনেছে,তাতে রাজ্য পুলিশ দিয়ে ভোট অনায়াসে করা যেত।ক্ষমতায় আছে টাকা আছে তাই করছে তবে ১১তারিখের পর শুভেন্দু রা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না।পঞ্চায়েত নির্বাচনে ফল নিয়ে মদন মিত্র বলেন,মানুষ শেষ রায় দেবে।মানুষ বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গের উন্নয়ন চায় বা বাংলা কে এগিয়ে নিয়ে যেতে চায় তবে তৃনমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে ভোট দিয়ে কোন লাভ নেই।তৃনমূল কে ছাড়া অন্য কাউকে ভোট দিয়ে কি হবে সুতরাং তৃনমূল কংগ্রেসকে সরাসরি ভোট দিন কারন কত বাইরন আইরন হয়ে গেল।