হরিরামপুর দক্ষিণ দিনাজপুর ১২- ই সেপ্টেম্বর :-পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের উন্নত টেকনোলজির দিকে নজর রেখে একটি ল্যাবের উদ্বোধন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের শিরশী গ্রাম পঞ্চায়েতের অধীন দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে। এদিন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রীর হাত দিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে ল্যাবের উদ্বোধন করা হয়, যেখানে মন্ত্রী ছাড়াও স্কুল শিক্ষক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। শুধু পড়াশোনায় নয় পড়াশোনার পাশাপাশি বর্তমান সমাজে উন্নত টেকনোলজির দিকে নজর রেখে স্কুলে একটি টেকনোলজি ল্যাবের উদ্বোধন করা হলো সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের শিরশী গ্রাম পঞ্চায়েতের অধীন দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে, এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই টেকনোলজি ল্যাবের উদ্বোধন করা হয়, যেখানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ফিতে কেটে সেই ল্যাবটির উদ্বোধন করেন । এদিন প্রথমে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেওয়া হয় বরণ করে নেওয়ার পরে অনুষ্ঠানের সূচনা হয় এবং ফিতে কেটে সেই ল্যাবটির উদ্বোধন করা হয়, স্কুল সূত্রের খবর ওই স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজারেরও বেশি , দানগ্রাম, শিরনী, নাইট , আখিরাপাড়া সহ প্রায় ২০ টি গ্রামের ছাত্র ছাত্রীরা ওই স্কুলে পড়াশোনা করে থাকে । শিক্ষকদের উদ্দেশ্য শুধু শিক্ষাদানেই নয় শিক্ষা দানের পাশাপাশি বর্তমান সময়ে টেকনোলজির দিকে নজর রেখে এলইডি বাল্ব, সোলার সিস্টেম সহ একাধিক উন্নত টেকনোলজির দিকে অবগত করার জন্য এদিন ওই স্কুলে ল্যাব টি উদ্বোধন করা হয়। যে ল্যাবের অনুষ্ঠানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও, হরিরামপুর থানার আইসি, বরুণ মিত্র, বিশিষ্ট সমাজসেবী তথা জেলার অন্যতম নেতা সারদুল মিত্র , স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণচন্দ্র হোর, ল্যাবের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর মিয়া, সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। যে টেকনোলজি ল্যাবটি উদ্বোধন হয় ছাত্র-ছাত্রীদের অনেকাংশেই উপকৃত হবেন বলে মনে করছেন উদ্যোক্তারা।
এ বিষয়ে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, শুধু পড়াশোনায় নয় পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের উন্নত টেকনোলজির দিকে মাথায় রেখেই এই ল্যাবের উদ্বোধন করা হলো।
এ বিষয়ে ল্যাবের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর মিয়া জানিয়েছেন, আমাদের স্কুলে আজ টেকনোলজি ল্যাবের উদ্বোধন করা হলো, ছাত্র ছাত্রীরা নিজেদের পড়াশোনা করার পাশাপাশি অবসর সময়ে এই ল্যাবে ঢুকে তারা অত্যাধুনিক সরঞ্জামের রিপিয়ারিং সহ তা সম্পর্ক অবগত থাকার জন্য এই ল্যাব টি উদ্বোধন করা হয়েছে।