ওয়েষ্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির তরফে ৭৫তম স্বাধীনতার বর্ষপুর্তি উৎসব উপলক্ষে এই দিনটি পালন করা হল

0
202

ওয়েষ্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির তরফে ৭৫তম স্বাধীনতার বর্ষপুর্তি উৎসব উপলক্ষে এই দিনটি পালন করা হল বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে


শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৫ আগষ্ট দক্ষিণ দিনাজপুর ।জেলার মধ্যে এই প্রথম ওয়েষ্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির তরফে ৭৫তম স্বাধীনতা বর্ষপুর্তি উৎসব উপলক্ষে দিনটি পালন করা হল। সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের মিলনিরোড এলাকায় এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির অফিসের সামনে এই দিনটি পালন করা হয়। সেখানে জাতীয় পতাকা উত্তেলন, পথচারী মানুষজনদের মাস্ক, সেনিটাইজার বিলি করা সহ মিষ্টিমুখ করানো হয়৷ অনুষ্ঠানে সংগঠনের রাজ্য নেতা, মহুকুমার নেতা ও থানা কমিটির নেতারা সহ গঙ্গারামপুরের রেশন ডিলারেরা উপস্থিত ছিলেন। এই সংগঠনের তরফে সারা বছর মানুষজনদের পাশে থেকে বিভিন্ন ধরনের কাজ করে যাওয়ায় তাঁদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
ওয়েষ্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির সকল সদস্যরা শুধু সরকারের গনবন্টন ব্যবস্থাকে রেশনের মাধ্যমে শক্তিশালি করাই নয়, সারাবছর ধরেই মানুষজনদের পাশে থেকে সমাজসেবা মুলক কাজ করে গিয়েছেন এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির সকল সদস্যরা। সেটা বিগত বন্যার সময়ে মানুষজনদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সাহায্য করার পাশপাশি বিভিন্ন ধরনের কাজ করে গিয়ে। যার কারণে তারা প্রশাসন থেকেও ইতিমধ্যেই সম্মানও পেয়েছেন।
দ্বিতীয়তম বর্ষে ওয়েষ্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটি পক্ষ থেকে গঙ্গারামপুরের মিলনি রোড এলাকায় তাঁদের অফিসের সামনে ৭৫তম স্বাধীনতা দিবসের বর্ষপুর্তি উৎসব উপলক্ষে দিনটি পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই রাজ্যে কমিটির সাধারন সম্পাদক তথা জেলা কমিটির অন্যতম নেতা কমলেশ ফৌজদার জাতীয় পতাকা উত্তেলন করেন। সংগঠনের পতাকা উত্তেলন করেন এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির সম্পাদক ওম প্রকাশ কানু। এর পরে সংগঠনের রাজ্য কমিটির সদস্য তরুন মজুমদার, গঙ্গারামপুর মহুকুমা সম্পাদক সহ সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে এই দিনটি পালন করেন।পরে সংগঠনের তরফে পথচলিত মানুষজনদের মাস্ক, সেনিটাইজার বিলি করা সহ মিষ্টিমুখ করানো হয়৷
ওয়েষ্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক তথা জেলা কমিটির অন্যতম নেতা কমলেশ ফৌজদার জানিয়েছেন, এবছরও এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটি যে উদ্যাগ নিয়ে এমন অনুষ্ঠান পপালন করায় তাঁর জন্য সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই। সারা বছর এই সংগঠন মানুষজনদের জন্য কাজ করে যায় সেই কারণেই আরো একবার তাঁদের ধন্যবাদ জনাই।
ওয়েট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশনের গঙ্গারামপুর থানা কমিটির সম্পাদক ওম প্রকাশ কানুর জানিয়েছেন, আমাদের সংগঠন থেকে এমন অনুষ্টান এবছর দ্বিতীয়বার করা হয়েছে।জাতীয় পতাকা উত্তেলন, মাস্ক বিলি, সেনিটাইজার বিলি করা, মিষ্টিমুখ করানো হয়েছে। যেভাবে আগেও মানুষজনদের পাশে থেকে আমরা কাজ করে গিয়েছে চেষ্টা করব সব সময় এমন সমাজ সেবা মূলক কাজ করত।
মানুষজনদের পাশে থেকে এই সংগঠন বিভিন্ন ধরনের কাজ করে যাওয়ায় সাধুবাদ জানিয়েছেন সকলেই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here