মালদা:- মালদা নালাগোলা রাজ্য সরকে দুর্ঘটনা। জানা গিয়েছে মালদা থেকে নালাগোলা যাওয়ার পথে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হবিবপুরের রাহুতারা ঢোকার আগে গাছে ধাক্কা মারে। আহতো হয় প্রায় ১৫ জন।এলাকাবাসী দেখতে পেয়ে ছুটে আসে তরিঘঘি উদ্ধারের কাজে হাত লাগাই। ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ পৌঁছায়। ইতিমধ্যে তাদের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য পাঠানো হয়। বাসে যাত্রী সংখ্যা প্রায় ৩৫ জন। তাদের মধ্যে আহত হয়েছে প্রায় ১৫জন। তাদের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠানো হয়। তিন জনে শরীরে অবস্থা অবনতি হতে থাকায় ওই তিন জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
Home বাংলা উত্তর বাংলা মালদা নালাগোলা রাজ্য সরকে দুর্ঘটনা। জানা গিয়েছে মালদা থেকে নালাগোলা যাওয়ার পথে...