তুফানগঞ্জ ১নং ব্লকের অন্তগর্ত দেওচড়াই গ্রাম পঞ্চায়েত দেওচড়াই সন্তোষ পুর এলাকায় গদাধর নদীর ভাঙ্গনে কয়েক বিঘা গাছবাগান, কলা বাগান নদী গভ্রে চলে যাছে।

0
264

কোচবিহার :- তুফানগঞ্জ ১নং ব্লকের অন্তগর্ত দেওচড়াই গ্রাম পঞ্চায়েত দেওচড়াই সন্তোষ পুর এলাকায় গদাধর নদীর ভাঙ্গনে কয়েক বিঘা গাছবাগান, কলা বাগান নদী গভ্রে চলে যাছে। এই নিয়ে এলাকার মানুষের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেচ দপ্তরে কে ভাগ্নের বিষয়টি জানান হলেও কোন কাজ হয়নি ।গধাধর নদী থেকে প্রায় 16 ফিট দুরেই রয়েছে বাজ‍্য সরকএই পথ দিয়েই দিয়েই দিনহাটা তুফানগঞ্জ মানুষ যাতায়াত করেন। অভিরাম বৃষ্টির ফলে রাজ‍্য সরক নদী গর্ভে চলে যেতে বসেছে। স্থানিয় বাসিন্দা জানান বার বার সরকারের তরফ থেকে মেপে গেলেও কোন কাজ হয়নি তারা দূত বাঁধ তেরির দাবি জানান । যদিও এই বিষয় নিয়ে স্থানীয় দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপমা বিশ্বাস বলেন, আমাদের বিষয়টা দেখা হচ্ছে । যে সব এলাকায় গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে সম্ভাব কাজ করা হচ্ছে। যেগুলো বড় সমস্যা রয়েছে সেই বিষয়গুলো সেচ দপ্তর কে জানান হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here