শিলিগুড়ি:-শিলিগুড়ির জলেশ্বরীর বাজারে পর ভয়াবহ দুর্ঘটনার জলেশ্বরীর কানকাটা মোড়ে।একবারে লরির নিচে বেশ কয়েকটি বাইক চাপা পড়লো ও ভ্যান।হতাহতের কোনো খবর না থাকলেও ট্রাকের নিচে চাপা পরে ক্ষতি ২ চারা যান ও ভ্যান।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ।চলছে ট্রাক সরিয়ে উদ্ধার কাজ,ঘনটায় এলাকায় ব্যপক চাঞ্চল্য।কি কারণ এই ঘটনা খতিয়ে দেখচ্ছে পুলিশ।এর আগে গতমাসে শিলিগুড়ি জলেশ্বরী বাজারের কাছে বোল্ডার বোঝাই ট্রাক উল্টে গেলে নিহত হয় ৪ জন,আহত হয় বেশ কয়েকজন।

ঘটনার রেশ না কাটতেই ফের একি এলাকায় দুর্ঘটনা।ঘটনাস্থলে পুলিশ এসে ক্রেন ডেকে ঘাতক গাড়িটিকে সরিয়ে গাড়ির নিচ থেকে উদ্ধার করে ট্রেনের নিচে চাপা পড়া গাড়িগুলোকে।আটক করা হয় ট্রাক। স্থানীয়দের অভিযোগ দ্রুতগতি গাড়ি এসে ধাক্কা মারলে এই ঘটনা ঘটে।