বোল্লা মন্দিরের নিরাপত্তায় বসলো স্থায়ী পুলিশ ক্যাম্প। আইজির হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন

0
105

বোল্লা মন্দিরের নিরাপত্তায় বসলো স্থায়ী পুলিশ ক্যাম্প। আইজির হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন

বালুরঘাট, ১০ জুন —– বোল্লা মন্দিরের নিরাপত্তায় বসলো স্থায়ী পুলিশ ক্যাম্প, নিশ্চিত করা হল ভক্তদের নিরাপত্তা ব্যবস্থাও। মঙ্গলবার বালুরঘাট ব্লকের বোল্লা মন্দির সংলগ্ন মাঠে ফিতে কেটে ওই পুলিশ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা রেঞ্জের আইজি দীপনারায়ন গোস্বামী। যেখানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত পুলিশ সুপার কার্ত্তিক চন্দ্র মন্ডল, ইন্দ্রজিৎ সরকার, ডিএসপি সদর বিক্রম প্রসাদ, পতিরাম থানার ওসি সৎকার সাংবো সহ অনান্য পুলিশ আধিকারিকরা।

বালুরঘাট ব্লকের বোল্লা ঐতিহ্যবাহী কালী মন্দিরটি বর্তমানে শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলা নয়, পাশ্ববর্তী অনান্য জেলা ছাপিয়ে রাজ্য ও দেশ বিদেশের ভক্তদের কাছেও অতি সুপরিচিত। সম্প্রতি মন্দির কর্তৃপক্ষ সারাবছর ভক্তদের দর্শনের জন্য মায়ের রুপার মুখ উন্মুক্ত করেছেন মন্দির চত্বরে। যা এর আগে শুধুমাত্র রাসপূর্ণিমার পরের শুক্রবার থেকে মাত্র তিন দিনের জন্যই ভক্তরা মায়ের মুখ দর্শন করতে পারতো। পুজো কমিটির এই উদ্যোগে প্রতিদিনই মন্দির চত্বরে বাড়ছে ভক্তসমাগম। যে কারনে প্রায় সবসময়ই মন্দির চত্বরে অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন হয়ে পড়ছে। যা উপলব্ধি করেই এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প গড়বার উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। এদিন ফিতে কেটে যারই আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা রেঞ্জের আইজি দীপনারায়ন গোস্বামী। পতিরাম থানার অধীনস্থ এই পুলিশ ক্যাম্পেই আগামীতে এই এলাকার মানুষেরা যাবতীয় অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। তিনি বলেন, এই এলাকার মানুষদের যেন আর পতিরাম থানায় ছুটতে না হয় সেকারনেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

আইজি দীপনারায়ন গোস্বামী বলেন, মন্দির ও ভক্তদের নিরাপত্তার পাশাপাশি বোল্লা এলাকার মানুষদের নিরাপত্তাও এই পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে সুনিশ্চিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here