তপনের প্রয়াত দুস্থ তৃণমূল নেতার শ্রাদ্ধের সমস্ত দায়ভার তুলে নিলেন ব্লক তৃণমূল সভাপতি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান,সাধুবাদ জানালেন সকলেই শীতল চক্রবর্তী বালুরঘাট ৮জুন দক্ষিণ দিনাজপুর। শুধু প্রয়াত দলীয় কর্মীর পরিবারের পাশে দাড়ানো নয়, তৃণমূল সমর্থকের পরিবার দুঃস্থ হওয়ায় শ্রাদ্ধ ও ভোজের যাবতীয় খরচ বহন করলেন তৃণমূলের ব্লক সভাপতি ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্ রামপ্রসাদ রায়। এতে স্বস্তির হাফ ছেড়েছেন অসহায় পরিবার।দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বজরা ওই কর্মীর বাড়িতে এসে হাজির হয়েছিলেন জেলা তৃণমূলের সভাপতি, জেলা পরিষদের সদস্য , ব্লক তৃণমূলের সভাপতি সহ একাধিক নেতৃত্বরা। তৃণমূল নেতারা জানালেন মানবিকতার কারণেই এমনটা উদ্যোগ নিয়েছে প্রধান ধন্যবাদ জানাই তাকে।
তপন ব্লকের আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বজরা পুকুর দাস পাড়ার বাসিন্দা ছিলেন রাখাল দাস (৫৪)। পেশায় ছিলেন তিনি শ্রমিক। কিন্তু তৃণমূল দল যেন ছিল তাঁর অন্তপ্রাণ। গত ২৫ মে রাখালের অকাল প্রয়ান হয়।ছেলের মৃত্যুতে একমাত্র বাড়িতে থাকা বয়স্ক মা টেপি দাস শোকে ভেঙে পড়েন। কিভাবে ছেলের অত্যাষ্টিক্রীয়া ও শ্রাদ্ধ হবে তা নিয়ে দুচিন্তায় পড়েন বয়স্ক মা। বিষয়টি জানতে পারেন তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (গঙ্গারামপুর বিধানসভা) সমীর রাহা ও আজমাতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ রায়।সমীর বাবুর তৎপরতায় রাম বাবু প্রয়াত দলীয় কর্মী রাখালের মায়ের পাশে দাঁড়ান।এরপর প্রধান রামপ্রসাদ বাবু প্রয়াত কর্মীর শ্রাদ্ধের যাবতীয় খরচের দায়িত্ব ভাঁড় তুলে নেন।এমন কি আত্মীয় স্বজন সহ প্রায় ৫০০ লোকের ভোজের আয়োজন করেন তারা। রবিবার ছিল প্রয়াত দলীয় কর্মীর শ্রাদ্ধের ভোজ।আমন্ত্রিত হয়ে দলীয় কর্মীদের সামাজিক কাজে আরো উৎসাহ দিতে উত্তর বজরা পুকুরে হাজির হয়ে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লিপিকা রায়,তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (গঙ্গারামপুর বিধানসভা) সমীর রাহা,তপনপঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন,আজমাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রামপ্রসাদ রায়,তৃণমূল যুব নেতা গোলাম রসিদ সহ আরো অনেকেই।এবিষয়ে আজমতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলের রামপ্রসাদ রায় বলেন,উত্তর বজরা পুকুরে রাখাল দাস আমাদের একজন সহ কর্মী ছিলেন। তাঁর বাড়িতে শুধুমাত্র একজন বয়স্ক মা কিন্তু ছেলের শ্রাদ্ধ করার মত বয়স্ক মায়ের সামর্থ নেই।তাই ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সমীর রাহার তৎপরতায় আমরা প্রয়াত দলীয় কর্মীর শ্রাদ্ধ ও ভোজের যাবতীয় খরচের দায়িত্ব নিয়ে আমরা কাজটি করলাম।” তপন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি (গঙ্গারামপুর বিধানসভা)সমীর রাহা বলেন,”প্রধানের কাছে বিষয়টি জানার পরেই তার পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে।দলের কর্মীদের পাশে আমরা সবসময় রয়েছি।” জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন,”মানবিকতার কারণেই ব্লক সভাপতি ও পঞ্চায়েতের প্রধান যে উদ্যোগ নিয়েছে ধন্যবাদ জানাই তাদের।” মানবিকতা যে সমাজ থেকে এখনও হারিয়ে যায়নি, তা আরো একবার প্রমাণ করলো তপন ব্লকের এই তৃণমূল নেতা সহ এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান।
Home দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর প্রয়াত দুস্থ তৃণমূল নেতার শ্রাদ্ধের সমস্ত দায়ভার তুলে নিলেন ব্লক তৃণমূল সভাপতি