দুর্গা পুজোর মতোই রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফে শ্যামা পূজোর উদ্যোক্তাদেরও আর্থিক সহযোগিতা করবে বলে জানালেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র

0
582

দুর্গা পুজোর মতোই রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফে শ্যামা পূজোর উদ্যোক্তাদেরও আর্থিক সহযোগিতা করবে বলে জানালেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র,সাধুবাদ জানিয়েছেন সকলেই

গঙ্গারামপুর ২৬অক্টোবর দক্ষিণ দিনাজপুর। দুর্গা পুজোতে যেমন বিভিন্ন ক্লাব গুলিকে ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রচারের মধ্য দিয়ে আর্থিক অনুদান দিয়েছে সরকার, তেমনি শ্যামা পুজোতেও সেই ধরনের সহযোগিতা করবে সারা রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের বলে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানান।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে একান্ত সাক্ষাৎকারে তিনি এমনটাই জানান।তবে সারা রাজ্যে গতবারের তুলনায় এবারও ক্লাবগুলোকে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবেন বলে তিনি জানালেন।মন্ত্রীর এমন ঘোষণায় কালীপুজোর উদ্যোক্তারাও যথেষ্ট উৎসাহ পেয়েছে,সাধুবাদ জানিয়েছে মন্ত্রীর উদ্যোগকে। গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়িপাড়া এলাকার বাসিন্দা হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভা ভোটে জয়লাভ করে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী হন তিনি। বিপ্লব বাবু দপ্তরের দায়িত্ব পেতেই তার দপ্তরকে ঢেলে চালাতে শুরু করেন। কোন মানুষই যেন প্রতারিত না হয় তার জন্য তিনি বিভিন্ন জায়গাতে দুর্গাপূজার মধ্যেও সারা রাজ্যের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের দপ্তরের প্রচারের মধ্য দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেন। যা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র পুজো উদ্যোক্তাদের সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে তার দপ্তরের এমন উল্লেখযোগ্য কাজ নিয়ে। সাম্প্রতিক গঙ্গারামপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানেই তিনি এক একান্ত সাক্ষাৎকারে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন,যেভাবে সারা রাজ্যের দুর্গাপুজো উদ্যোক্তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে তার দপ্তরের মধ্য দিয়ে তেমনি,শ্যামাপূজোতেও সারা রাজ্যে বহু পুজো উদ্যোক্তাদের তার দপ্তরের প্রচারের মধ্য দিয়ে সহযোগিতা করা হবে। যেন পুজো কমিটির উদ্যোক্তারা তাদের শ্যামা পূজো ভালোভাবে করতে পারেন। সহযোগিতার পরিমাণ প্রায় ১ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। শ্যামা পূজার মধ্যেও রাজ্যের মন্ত্রী বিপ্লব বাবুর এমন ঘোষণা করায় উদ্যোক্তারা সকলেই সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here