গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের পিডাবলুডি পাড়া শিবমন্দির পুনর্ভবা নদী ঘাটের পাশে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের উন্নতির জন্য সহযোগিতার আবেদন জানান মন্ত্রী

0
255

গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের পিডাবলুডি পাড়া শিবমন্দির পুনর্ভবা নদী ঘাটের পাশে লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের উন্নতির জন্য সহযোগিতার আবেদন জানান মন্ত্রী, সভাধিপতি থেকে শুরু করে পৌর প্রশাসনের কাছে মন্দিরের দায়িত্বে থাকা গৃহবধূ -সহযোগিতা আশ্বাস দিয়েছেন সকলেই

গঙ্গারামপুর ২৬শে নভেম্বর দক্ষিণ দিনাজপুর।শহরের মধ্যে একটি সুন্দর মন্দির নির্মাণের পরে আরো সুন্দর করে মন্দিরটি সাজিয়ে তোলার জন্য সহযোগিতার আবেদন করলেন মন্ত্রী এবং সভাধিপতির কাছে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের পিডাবলুডিপাড়া শিবমন্দির পুনর্ভবা নদী ঘাটের পাশে লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও তার আশপাশ উন্নতির জন্য সহযোগিতার আবেদন জানান মন্দিরের দায়িত্বে থাকা গৃহবধূ শিখা বাগচী।রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ও জেলা পরিষদের সভাধিপতি সহ পৌর প্রশাসনের কাছে দাবি জানান মন্দিরটি আরো একাধিক উন্নয়নের জন্য ।মন্ত্রী ও সভাধিপতি থেকে শুরু করে পৌর প্রশাসনের তরফে মন্দির কমিটিকেও সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়।খুশি হয়েছেন সকলেই। গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শিবমন্দির পুনর্ভবা নদীঘাটের পাশে বেশ কিছুদিন আগে গঙ্গারামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি পাড়া এলাকার বাসিন্দা গৃহবধূ শিখা বাগচীর উদ্যোগে শুরু হয় লোকনাথ ব্রহ্মচারী মন্দির তৈরির কাজ। সেই কাজে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তরুণী আহ্বান ক্লাবের সম্পাদক দেবকুমার বাগচী।বর্তমানে মন্দিরটি সম্পূর্ণরূপে তৈরি হবার পরে লোকনাথ ব্রহ্মচারী প্রতিমা সেখানে বসানো হয়েছে।সম্প্রতি মন্দিরের সামনে কালিয়া দমনের পাথরের মূর্তি, ও গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি বসানো হয়েছে। ইতিমধ্যে গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি পাড়া এলাকার বাসিন্দা মন্দিরের দায়িত্ব থাকা গৃহবধূ শিখা বাগচী পৌরসভায় আবেদন করার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগদান করার পরে সেই মন্দিরে ঘুরতে গিয়েছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা,জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, সমাজসেবী তথা আইনজীবী চিরঞ্জিত মিত্র, সমাজসেবী সাবদুল মিত্র, তরুণের আহ্বান ক্লাবের সম্পাদক দেব কুমার বাগচী,লোকনাথ মন্দিরে দায়িত্বে থাকা গৃহবধূ শিখা বাগচী সহ বিশিষ্ট জনেরা সেখানে হাজির হয়েছিলেন। রাজ্যের মন্ত্রী সহ বাকি সকল সদস্যরা মন্দিরটি সেখানে ঘুরে দেখার পর মন্দিরের দায়িত্ব থাকা গৃহবধূ শিখা বাগচী রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, সভাধিপতি চিন্তামনি বিহা, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম সহ বিশিষ্টদের কাছে মন্দিরটি উন্নয়নের জন্য একাধিক দাবি রাখেন। শিখা দেবী বলেন, মন্দিরটিকে সাজিয়ে তোলার জন্য আরো একাধিক দাবি রাখা হয়েছে মন্ত্রী থেকে শুরু করে সভাধিপতি ও পৌরসভার চেয়ারম্যানের কাছে। নিত্যানন্দ ঘাট তৈরি করার পাশাপাশি , মন্দিরটিতে যেন অভুক্ত হয়ে থাকা দুঃস্থ মানুষজন দুপুরে আহার পান তার ব্যবস্থাও করবেন বলে তিনি সকলের কাছে সহযোগিতার আবেদন করেন। রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, শিখা নিজেই মন্দিরটি তৈরি করার জন্য যে বিশেষ উদ্যোগ নিয়েছে। মন্দিরটিতে আরও উন্নয়ন করার জন্য ও যা দাবি রেখেছে তা পূরণ করার চেষ্টা করা হবে। জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা জানিয়েছেন, শিখা দেবী যে দাবি রেখেছে আমাদের কাছে তা জেলা পরিষদ থেকেও পূরণ করার চেষ্টা করা হবে। আগামী দিনে যে এই মন্দিরটিকে ঘিরে উক্ত এলাকা একটি সুন্দর রূপ পেতে চলেছে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here