খুঁটি পূজোর মধ্যে দিয়ে গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের তরুনের আহ্বান ক্লাবের শ্যামা পুজোর সুচনা হল রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে

0
202

খুঁটি পূজোর মধ্যে দিয়ে গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের তরুনের আহ্বান ক্লাবের শ্যামা পুজোর সুচনা হল রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে, উপস্থিত থাকলেন বিশিষ্টজনেরা
শীতল চক্রবর্তী ২৬ অক্টোবর গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর :খুঁটি পুজোর মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকালে নামকরা একটি ক্লাবের কালীপুজোর প্যান্ডেলের সূচনা হল। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের নিউমার্কেটের তরুনের আহ্বান ক্লাবের খুঁটি পুজোর মধ্যে দিয়ে কালী পুজোর প্যান্ডেলের সুচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। টেরাকোটার থিমকে তুলে ধরে এবছরও তাঁদের পুজো জেলা তথা উত্তরবঙ্গের সেরা পুজোর স্থান পাবে বলে ক্লাব কর্তৃপক্ষ দাবি করেছেন।পুজো নিয়ে থাকছে বস্ত্রদান থেকে শুরু করে কয়েকদিন ধরেই চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।খুঁটি পুজোর অনুষ্ঠানে বিশিষ্টজনেদের ভিড় ছিল চোখে পরার মত।সব মিলিয়ে এবছরও প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ক্লাবের শ্যামা পূজোতে উল্লেখযোগ্য শ্যামা পুজো উপহার দেবে দলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
গঙ্গারামপুর শহরের ৭নম্বর ওয়ার্ডের নিউমার্কেটে অবস্থিত তরুনের আহ্বান নামে এই ক্লাবটি প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্বর্ণকোমল মিত্রের হাত ধরে গড়ে উঠেছিল বহু দিন আগে।এই ক্লাবের সভাপতি রয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। ক্লাবের সম্পাদক পদে রয়েছেন দেব কুমার বাগচী। এবছরের নিউ মাকের্টের তরুনের আহ্বান ক্লাবের পুজো কমিটির সম্পাদক পদে রয়েছেন যুগ্মভাবে দীপেশ ভৌমিক ও এপ্রিল ঘোষ। জেলায় যতগুলি ক্লাব রয়েছে তাঁর মধ্যে এই ক্লাবের সদস্য সংখ্যা প্রায় সব থেকে বেশি বলে ক্লাব সুত্রে যানা গেছে। ঢাক ও সানাই এর বাজনা ও পুরোহিতের মন্ত্র উচ্চরনের মধ্যে দিয়ে এদিন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রীর হাত দিয়ে খুঁটিপুজোর সূচনা করেন। অনুষ্টানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র ছাড়াও জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা,গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,জেলা পরিষদের পূর্ত কর্মধক্ষ্য রফিকুল ইসলাম,ক্লাব সদস্য চিরঞ্জিত মিত্র,সাবদুল মিত্র,বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গনেশ প্রসাদ,তরুনের আহ্বান ক্লাবের সম্পাদক দেব কুমার বাগচী,পুজো কমিটির যুগ্ম সম্পাদক দীপেশ ভৌমিক,এপ্রিল ঘোষ , বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর একাধিক প্রধান পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। তরুনের আহ্বান ক্লাবের সভাপতি, তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন,এবছর আমাদের পুজোর থিম টেরাকোটা শিল্পের, যা কোলকাতার নামকরা শিল্পী তাঁদের একাধি ক জিনিশপত্র দিয়ে কারুকার্য তুলে ধরবে।প্রতিমাতে থাকছে শ্যামা মায়ের চিন্ময়ী রুপ।চন্দন নগরের আলোকসজ্জা মানুষকে আকর্ষিত করে তুলবে। উত্তরবঙ্গ মানুষের মন ভরাবো আমাদের ক্লাবের এই পুজো। অনুষ্টানের মঞ্চ থেকেই মানুষজনদের বস্ত্রদান করা হবে,থাকবে কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের বহিরাগত শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্টানও।
তরুন আহ্বান ক্লাবের অন্যতম সদস্য তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানিয়েছেন, তরুণের আহ্বান ক্লাবের পুজো যা এবারও উত্তরবঙ্গবাসীর মন জুড়াবে।পূজো নিয়ে থাকছে বিশেষ অনুষ্ঠানও। তরুনের আহ্বান ক্লাবের সম্পাদক দেবকুমার বাগচী ও ক্লাবের এবছরের পুজো কমিটির সম্পাদক দীপেশ ভৌমিক জানিয়েছেন, পুজো ছাড়াও সারা বছর ধরেই আমাদের এই ক্লাব মানুষদের পাশে থেকে কাজ করে যায়।পুজো নিয়ে থাকবে বিশেষ অনুষ্ঠানেও। এবছরেও যে তরুণের আহ্বান ক্লাবের শ্যামা পূজো সকলের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে সে ব্যাপারে বলার অপেক্ষা রাখে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here