দুই দিনাজপুরের বনমহোৎসব কর্মসুচী পালন করা হল গঙ্গারামপুর পৌরসভায়

0
401

দুই দিনাজপুরের বনমহোৎসব কর্মসুচী পালন করা হল গঙ্গারামপুর পৌরসভায়,মন্ত্রীর হাত দিয়ে ট্যাবলোর উদ্বোধন ও গাছ বিলি করা হল


শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর,১৪জুলাই, দক্ষিণ দিনাজপুরঃ-প্রাকৃতিক দুযাগে,প্রকৃতি ই রক্ষক ।এই কথাটিকে সামনে রেখে বন বিভাগের উদ্যাগে বনমহোৎসব কর্মসুচী পালন করা হল৷উত্তর ও দিনাজপুরের এদিনের এই অনুষ্টানটি বুধবার দুপুরে এজেলার গঙ্গারামপুর পৌরসভাতে সুচনা করেন রাজ্যের কৃষি সমবায় মন্ত্রী বিপ্লব মিত্র।সেখানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।সেখান থেকেই বনমহোৎসব কর্মসুচীকে স্বার্থক রূপ দিতে একটি প্রচার ট্যাবলো গাড়ির সুচনা করা হয়৷ বিভিন্ন ধরনের গাছ বিলি করা হয় শহরের বিভিন্ন ওয়ার্ডের মহিলাদের৷সব মিলিয়ে এমন কর্মসুচীকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্ররনায় প্রতি বছরের মত এবছরও বন বিভাগের মাধ্যমে বনমহোৎসব পালন করে থাকে রাজ্য সরকার৷বুধবার দুপুরে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলার অনুষ্টানটি গঙ্গারামপুর পৌরসভাতে করা হয়৷রাজ্যের কৃষি সমবায় মন্ত্রী বিপ্লব মিত্র এদিনের অনুষ্টানের সুচনা করেন।সেখানে মন্ত্রী ছাড়াও জেলা পরিষদের সভাধিপপতি লিপিকা রায়,দুই দিনাজপুরের বন বিভাগের দায়িত্বে থাকা রায়গঞ্জ বিভাগের ডিএফও,গঙ্গারামপুর


পুরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া সেরপা, কুশমন্ডি ব্লকের রেঞ্জার,পৌর প্রশাসক বোর্ডের সদস্য তুলসি প্রসাদ চৌধুরী,প্রাক্তন কাউন্সিলার কাঞ্চন সেন সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


এদিন অনুষ্টান মঞ্চে সকলকে বরণ করে নেওয়া হয়৷সেখানে মন্ত্রী সহ উপস্থিত বিশিষ্টজনেরা ফ্লাগ দেখিয়ে ট্যাবলো গাড়ির সুচনা করা হয়৷সেখানে মন্ত্রী বিপ্লব মিত্রের হাত দিয়ে শহরের বহু মহিলাদের হাতে বিভিন্ন ধরনের গাছ বিলি করা হয়৷পরে সভাধিপতি লিপিকা রায়,দুই দিনাজপুরের বন বিভাগের দায়িত্বে থাকা আধিকারিক,রায়গঞ্জ বিভাগের আধিকারিক,গঙ্গারামপুর পুরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র,গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া সেরপা, কুশমন্ডি ব্লকের রেঞ্জার,পৌর প্রশাসক বোর্ডের সদস্য তুলসি প্রসাদ চৌধুরী, প্রাক্তন কাউন্সিলার কাঞ্চন সেন সহ বিশিষ্টজনেরা গাছের চারাগুলি বিলি করেন৷


রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, রাজ্যে সরকার চাইছে পরিবেশের যেন ভারসাম্য বাজায় থাকে সবসময়।তাই বৃক্ষরোপন কর্মসুচী প্রয়োজন আছে। সাম্প্ৰতি ভয়াবহ যে সমস্ত ঝড় গুলি রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে সেখানেও বহু বৃক্ষ নিধন হয়েছে। তাই এমন কর্মসুচীর মধ্যে দিয়ে সকলকে বলব গাছ লাগান পরিবেশ রক্ষা করুন৷


দুই দিনাজপুর জেলার রায়গঞ্জ বনবিভাগের ডিএফও জানিয়েছেন, আমরা সব সময় চেষ্টা করছি যেন বৃক্ষ নিধন না হয়৷এমন অনুষ্ঠানে এসে ভালো লাগবে। আমরাও আগামী দিনে আরো বেশী করে বৃক্ষরোপন করে তাঁর সব ধরনের চেষ্টা করব৷


গঙ্গারামপুর পৌর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন প্রশান্ত মিত্র,ও গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া সেরপা জানিয়েছেন,এমন অনুষ্টানের মধ্যে দিয়ে সমাজে মানুষজন বেশী করে গাছ লাগাবে। আমরাও শহর ও ব্লকে গাছ লাগানোর কর্মসূচী পালন করব।


গাছ বেয়ে এক শহরের মহিলা বাসিন্দা জানালেন, যত্নসহকারে মানুষ করব। ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের।
সব মিলিয়ে এমন কর্মসুচীকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here