ঘন ঘন লোডশোড়িং ও লো ভল্টেজের জেরে ঘুরছে না পাখা। পাম্প মেশিন দিয়ে উঠছে না জল।

0
278

গঙ্গারামপুর ২৯ এপ্রিল : ঘন ঘন লোডশোড়িং ও লো ভল্টেজের জেরে ঘুরছে না পাখা। পাম্প মেশিন দিয়ে উঠছে না জল। এমন অভিযোগ তুলে বিদ্যুৎ পরিষেবা সচল করার দাবিতে গঙ্গারামপুর ও তপনের নয়াবাজারে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এক সঙ্গে প্রায় সাত জায়গায় অবরোধ চলায় প্রখর রোদ ও গরমে দুর্ভোগে পড়তে হল যাত্রীদের।
গঙ্গারামপুর ও তপন ব্লকের নয়াবাজার, গোপালপুর,বজরাপুকুর এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস। এলাকায় রয়েছে বেশ কয়েকটি ক্ষুদ্র শিল্প। অভিযোগ গত কয়েকদিন ধরে ঘন ঘন লোডশোড়িং চলছে। তার ফলে ঘুরছে না পাখা। লো ভল্টেজের জেরে ঘরে বিদ্যুতিক সরঞ্জাম নষ্ট হচ্ছে। পাম্প মেশিন দিয়ে জল না ওঠায় গ্রামবাসীদের জলকষ্টে ভূগতে হচ্ছে। বিষয়টি তপন বিদ্যুত দপ্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এদিন সকাল হতে গ্রামবাসীরা গঙ্গারামপুর, তপন রুটের নয়াবাজারে প্রায় সাত জায়গায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের জেরে আটকে পড়েন বহুযাত্রী। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here