বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার হল জলপাইগুড়ি‌তে। শিরিষতলা সংলগ্ন বিলপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় সাপটি।

0
411

জলপাইগুড়ি:-বিরল প্রজাতির একটি সাপ উদ্ধার হল জলপাইগুড়ি‌তে। শিরিষতলা সংলগ্ন বিলপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় সাপটি। কোরাল রেড কুকরি নামে এই সাপটি জনৈকা মুস্কান দেবনাথের ঘর থেকে উদ্ধার করে‌ন ওয়াইল্ড লিফ এর সদস্যরা। লাল ও কমলা রং মিশ্রিত এই সাপটি খুবই বিরল প্রজাতির বলে এদিন জানান ওয়াইল্ড লিফ এর সম্পাদক দেবার্ঘ্য রক্ষিত। সাপটি খুবই শান্ত ও নির্বিষ প্রজাতির। জানা গেছে ১৯৩৬ সালে প্রথম এই সাপটি পাওয়া যায় উত্তরপ্রদেশে। পাশাপাশি উত্তরবঙ্গে‌র জলপাইগুড়ি ও কোচবিহার জেলার কয়েকটি জায়গায় এই সাপের অস্তিত্ব পাওয়া যায়। উদ্ধার হ‌ওয়া সাপটি বনদপ্তরের হাতে তুলে দিয়েছেন পরিবেশপ্রেমিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here