ফের পানীয় জল সংকটে পরতে চলেছে শহর শিলিগুড়ি।

0
49

ফের পানীয় জল সংকটে পরতে চলেছে শহর শিলিগুড়ি।

শিলিগুড়ি:-

এক বা দুই দিন নয়,লাগাতার প্রায় ১৫ থেকে ২০ দিন পানীয় জল সংকটে ভুগতে চলেছে শহর শিলিগুড়ি।তেমনই আগাম বার্তা দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।প্রসঙ্গত কিছুদিন আগে সিকিমের তিস্তা নদীর বাঁধ ভেঙে ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আজও মানুষের মনে গেঁথে রয়েছে।পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আজও ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে উত্তরবঙ্গের তিস্তার বাঁধগুলি।আসন্ন বর্ষায় যেকোনো সময় তিস্তার গতিপথ পরিবর্তন হয়ে ঘটে যেতে পারে আবারও বিপর্যয়।সেই কারণে বর্ষার আগেই তিস্তার বাধ মেরামতের চিন্তাভাবনা শুরু করলো পিএইচ ই।আর তার জেরেই জল সংকটের মুখে পড়তে চলেছে শহর শিলিগুড়ি।আগামী ১০ই মে থেকে গজলডোবা তিস্তা ক্যানেলের এই বাঁধ মেরামতির কাজ শুরু হবে,তখনই বন্ধ করে দেওয়া হবে তিস্তার জল সারবরাহ।তখন পানীয় জলের জন্য নির্ভর করতে হবে মহানন্দা নদীর উপর।সেই কারণে এই কদিন পানীয় জলের সংকটে পরতে হবে শহরকে তবে কিভাবে শহরবাসীকে জল কষ্ট থেকে মুক্তি দেওয়া যায় সেই ভাবনা নিয়ে তড়িঘড়ি সেচ দপ্তর,পি এইচ ই ও পুরসভা জল বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র গৌতম দেব।বৈঠক শেষে তিনি জানান,আগামী ১০ তারিখ থেকে জল সংকট তৈরি হবে শহর শিলিগুড়িতে।মহানন্দা নদীর জল দিয়ে পানীয় জলের সমস্যা সমাধানে চেষ্টা করা হলেও আপৎকালীন জলের পাউচ প্যাকেট,ছাড়াও বাড়তি জলের ট্যাঙ্ক সরবরাহ করা হবে বিভিন্ন ওয়ার্ডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here