উত্তর দিনাজপুর জেলার ২৮ টা কন্টেনমেন্ট জোনের ১৫ টাই ডালখোলা পুরসভা এলাকায়।

0
980

উত্তর দিনাজপুর:–উত্তর দিনাজপুর জেলার ২৮ টা কন্টেনমেন্ট জোনের ১৫ টাই ডালখোলা পুরসভা এলাকায়। বৃহস্পতিবার বিকাল থেকে এই এলাকাগুলোতে চলবে লকডাউন। তবে ডালখোলার ব্যবসায়ী সমাজ, সব রাজনৈতিক দলের প্রতিনিধি ও পৌর প্রশাসনের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকেই ডালখোলা পুরসভা এলাকায় চলছে জনগনের লকডাউন বা ব্যবসা বন্ধ। সারা মিলছে ভালোই। ডালখোলা শহরের ওপর দিয়ে ৩৪ নাম্বার জাতীয় সড়ক চলে গেছে। সেই জাতীয় সড়কে বাস ট্রাক চলছে বিনা বাধায়। তবে দোকানপাট খোলেনি, সাধারণ মানুষ রাস্তায় বের হয়নি। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ যাদের বাইরে দেখা গেলো, তারা প্রত্যেকেই ভীষন জরুরী কোনো কাজেই বের হচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। সকলেই বুঝতে পেরেছেন গোষ্ঠী সংক্রমণ রুখতে পারে সাধারণ মানুষরাই। মানুষ নিজে থেকে সচেতন হলে যে সেখানে প্রশাসনের কাজ মসৃন হয় সেটা অন্তত প্রমান দিচ্ছে ডালখোলা।
ডালখোলা পুরসভার যুগ্ম প্রশাসক সুভাষ গোস্বামী বলেছেন, ডালখোলার মানুষের ডাকা এই লকডাউন। সরকারী কনটেনমেন্ট জোনের তালিকা এখনো সরকারীভাবে পাইনি, তবে মানুষ নিজে থেকেই বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বের হচ্ছে না। সরকারি অফিস খোলা আছে, জাতীয় সড়ক খোলা আছে, খোলা আছে রেল চলাচল। আমরা নিশ্চই করোনা সংক্রমন রুখতে সমর্থ হবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here