বুধবার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোলতাপারা থেকে একটি গোখরো সাপ উদ্ধার করলেন ওয়াইল্ড লিফের সম্পাদক দেবার্ঘ্য রক্ষিত।

0
350

জলপাইগুড়ি:- বুধবার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোলতাপারা থেকে একটি গোখরো সাপ উদ্ধার করলেন ওয়াইল্ড লিফের সম্পাদক দেবার্ঘ্য রক্ষিত। দেবার্ঘ্য বাবু বলেন, তাদের কাছে খবর দেওয়া হয়, এলাকার বাসিন্দা রাজু রায় এর বাড়িতে একটি গোখরো সাপ দেখা গেছে। তৎক্ষণাৎ তিনি এসে সাপটি উদ্ধার করেন। সাপের মাথায় সামান্য আঘাত রয়েছে। জলপাইগুড়ি বনদপ্তরের হাতে এটিকে তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here