৭০০/৮০০ মানুষজনদের মধ্যে জিনিশপত্র বিলি করা হল।করা হল হুল দিবস পালন

0
498

বাসুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তরফে সর্বমঙ্গলা হাইস্কুলে গরীব৭০০/৮০০ মানুষজনদের মধ্যে বিভিন্ন ধরনের জিনিশপত্র বিলি করা হল।করা হল হুল দিবস পালন

শীতল চক্রবর্তী ,গঙ্গারামপুর, ৩০ জুন ,দক্ষিণ দিনাজপুর:–অঞ্চল তৃণমূল নেতৃত্বদের মাধ্যমে গরীব মানুষজনদের মধ্যে বিভিন্ন ধরনের জিনিশপত্র বিলি করা হল জেলা তৃণমূল নেতা তথা চেয়ারপার্সনের নির্দেশে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া তৃণমূল কর্মী সমর্থকদের তরফে বাসুরিয়া এলাকার সর্বমঙ্গলা হাইস্কুলে এমন কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে জেলা তৃণমূল নেতা সহ প্রাক্তন বিধায়ক, কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতির কর্মক্ষ্যসহ একাধিক নেতৃত্ব সহ কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে ৩০ জুলাই কে সমানে রেখে হুল দিবস পালন করা হয়।কোভিড বিধির নিয়ম মেনেই এমন কর্মসুচির আয়োজন করা হয়েছে বাসুরিয়া অঞ্চলের তৃণমূল সমর্থকের তরফে। উদ্যাগতাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
বিগত১৭বছর ধরে গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ছিলেন এলাকার বিশিষ্ট তৃণমূল নেতা সহরব আলী। এলাকার আরেক যুব নেতা লিয়াকত আলী সহ বহু স্থানীয় নেতা কর্মীদের মাধ্যমে বুধবার বিকেলে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রতিটি এলাকা থেকে গরীব৭০০/৮০০ মানুষজনদের মধ্যে বিভিন্ন ধরনের জিনিশপত্র বিলি করা হল বাসুরিয়া গ্রাম


আদিবাসী নাচের মধ্যে দিয়ে উপস্থিত জেলা তৃণমূল নেতা তথা পৌরসভার চেয়ারপার্সন প্রশান্ত মিত্র অন্যতম তৃণমূল নেতা কারন সেন কুমারগঞ্জের প্রাক্তন বিধায়ক মাহমুদা বোম, জাহাঙ্গিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু সরকার, প্রাক্তন প্রধান বীরেন্দ্রনাথ সরকার, পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ্য নিকোলাস হেমরম, আসিরুদ্দীন আহম্মেদ, অঞ্চল তৃণমুল অন্যতম নেতা সহরব আলী ,তৃণমূল সমর্থক লিয়াকত আলী সহ একাধিক নেতৃত্ব সহ কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই হুল দিবসকে সামনে সিধু ও কানুর ছবিতে মাল্যদান করেন উপস্থিত একাধিক তৃণমূল নেতা কর্মী সমর্থকেরা।পরে তাঁদের বরণ করে নেওয়া হয়৷বরণের পরেই বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সদস্যদের তরফে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রাম সংসদ থেকে গরীর মানুষজনদের হাতে চাল, ডাল, সাবাল, তেল, মুডি ফল মাস্ক, স্যানেটাইজার সহ বিভিন্ন বিশিষ্টজনেদের হাত দিয়ে।
এবিষয়ে চেয়ারপার্সন তথা জেলা তৃণমূল নেতা প্রশান্ত মিত্র জানিয়েছেন, এমন সময়ে দলের তরে সকলকে এগিয়ে আসার ধন্যবাদ জানাই।
বাসুরিয়া অঞ্চল তৃণমূল নেতা সহর আলী জানিয়েছেন ,আমরা সব সময় মানুষজনদের পাশে থেকে কাজ করে যাচ্ছি।নেতৃত্বরা
যে নির্দেশ দিয়েছে তা পালন করা হয়েছে। আগামী দিনেও মানুষজনের পাশে থেকে কাজ করে যাব।
উদ্যাগতাদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here