সরকার টা চলছে সেটা পুরোপুরি ভুয়ো ।ভুয়ো আই এস এ দেবাঞ্জন দেব কান্ড নিয়ে রাজ্য সরকার কে আক্রমন করল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

0
391

কোচবিহার:-সরকার টা চলছে সেটা পুরোপুরি ভুয়ো ।ভুয়ো আই এস এ দেবাঞ্জন দেব কান্ড নিয়ে রাজ্য সরকার কে আক্রমন করল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।রবিবার কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলন সাংবাদিক দের প্রশ্নের উত্তর তিনি বলেন, সরকার টা পুরোপুরি ভাবে ভুয়ো ।সমস্ত নেতা মন্ত্রীদের সাথে ঘুরে বেড়াচ্ছে ।ভাগ দিচ্ছেন তখন পর্যন্ত ঠিক আছে ।যখন ধরা পড়ে যাচ্ছে তখন বিভিন্ন মন্তব্য করেছেন । এছাড়া এদিন সাংবাদিক সম্মেলন আগামী পৌরসভা নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রস্তুতি বিষয়টি তুলে ধরেন ।কিছু দিন আগে কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি পার্থ প্রতিম রায় ও জেলা তৃনমূল চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন কে Klo দেওয়া হুমকি চিঠি নিয়ে তৃনমূল কংগ্রেস পক্ষ থেকে যে বিজেপি দিকে অভিযোগ করা হচ্ছিল ।সেই প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি কাউকে ধমকি দেওয়ার দরকার নেই ।তাদের সরকার রয়েছে তদন্ত করে দেখুন। এটা তাদের নিজদের প্রচারে আসার একটা অংশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here