সরষের তেলের সঙ্গে ভেজাল মিশিয়ে তা বিক্রি করার সন্দেহে বেশ কয়েকটি তেলের যার আটক করেছে পুলিশ।

0
625

 শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 30 এই মে দক্ষিণ দিনাজপুর:- সরষের তেলের সঙ্গে ভ ভেজাল মিশিয়ে তা বিক্রি করার সন্দেহে বেশ কয়েকটি তেলের যার  আটক করা হযেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার  6 নম্বর ওয়ার্ডের পি ডাবলু ডি পাড়া এলাকায়। তেলের সঙ্গে আদতেও কিছু মেশানো আছে কিনা সে বিষয়ে পরীক্ষা করার জন্য গঙ্গারামপুর থানার তরফে  তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। থানার আইসি জানিয়েছেন, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরে যদি দেখা যায় ঐ সমস্ত  সরিষার তেলে কোন ভেজাল নেই তা ছেড়ে দেওয়া হবে। আর যদি কোন ভেজাল ওই তেলে থাকে তাহলে তেলের মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গঙ্গারামপুর থানা সূত্রে খবর,শনিবার রাতে পুলিসের কাছে  খবর আসে যে,গঙ্গারামপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডের পি ডাবলু ডি পড়ার একটি সরিষার তেলের মিলে  সরষের তেলের সঙ্গে  ভেজাল মিশিয়ে তা বিক্রি করার পরিকল্পনা করছে। এর প্রিয় পুলিশ  তেলের মিলে হানা দেয়। সেখান থেকে বেশ কয়েকটি সরিষার তেলের জার থানায় নিয়ে আসে।কিছুক্ষন  পরেই ব্যাবসায়ী সমিতির তরফে সকলেই থানায় দেশে  আইসির  সঙ্গে কথা বলেন।আইসি তাদের জানান,থানার তরফে ওই সরিষার তেলে ভেজাল আছে কিনা টা পরীক্ষা করার জন্য পাঠানো হবে।তেল গুলো থানা হেফাজতে  থানায় থাকল।যদি ভেজাল না থাকে তাহলে ফেরত দেওয়া হবে।এর পরেই তেল ব্যবসায়ী সংগঠনের তরফে  থানা থেকে চলে যায়।


       গঙ্গারামপুর থানার আইসি পুনেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরে যদি দেখা যায় ঐ সমস্ত  সরিষার তেলে কোন ভেজাল নেই তা ছেড়ে দেওয়া হবে। আর যদি কোন ভেজাল ওই তেলে থাকে তাহলে তেলের মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
                                            এমন ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here